প্রতিবেদন : কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা করে রাজ্য বিধানসভায় সরব হলেন পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সরকার পক্ষের আনা প্রস্তাবের উপর আলোচনার দ্বিতীয় দিনে শাসক-বিরোধী তরজায় রাজ্য বিধানসভা অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। প্রস্তাবের উত্থাপক পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নিজের জবাবি ভাষণে দাবি করেন, সংসদের উভয়পক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা ছাড়া ওয়াকফ সংশোধনী পাশ হওয়া সম্ভব নয়।
আরও পড়ুন-শুরু বেআইনি জলের লাইন বিচ্ছিন্ন করার কাজ
শাসক এনডিএ জোটের সেই সংখ্যাগরিষ্ঠতা নেই। যৌথ সংসদীয় কমিটির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন, ওই কমিটির সদস্যরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনও আলোচনা করেননি। ভবিষ্যতে করবেন সে সম্ভাবনাও যথেষ্ট কম। এই বিলের আসল উদ্দেশ্য যে বিজেপির মুসলিম বিদ্বেষ সেকথা নিজের বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন পরিষদীয়মন্ত্রী। তিনি বলেন, আরএসএস ঘরানার রাজনীতি করা বিজেপির রক্তে রয়েছে মুসলিম বিরোধিতা। এদের মধ্যে বিদ্বেষ এতটাই যে উত্তরপ্রদেশ সরকারের পর্যটন মানচিত্র থেকে তাজমহলের নাম বেমালুম বাদ দিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে স্বৈরতন্ত্র উত্তরাধিকার হিসেবে পেয়েছেন বিজেপি নেতারা। তাই তাঁরা কখনও বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে থাকেন না। শুধু নিজের বক্তব্যটুকু বলেই তিনি সভা থেকে বেরিয়ে যান। সরকারপক্ষের তরফে মন্ত্রী মলয় ঘটক, সাবিনা ইয়াসমিন, মোহাম্মদ আলি, অপূর্ব সরকার প্রমুখ দ্বিতীয় দিনের আলোচনায় অংশ নেন।