ওয়াকফ : ডিভাইড অ্যান্ড রুল চাইছে কেন্দ্র

Must read

প্রতিবেদন : সংসদে ওয়াকফ (waqf bill) সংশোধনী বিল নিয়ে বিতর্ক চলছে। তৃণমূল কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল ওই বিলের বিরোধিতায় সরব হয়েছে। এই আবহে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় সাংসদেদের পাশে দাঁড়িয়ে ওয়াকফ ইস্যুতে কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছেন। বুধবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বিজেপিকে জুমলা পার্টি বলে অভিহিত করে বলেন, তাদের একমাত্র কর্মসূচি হল দেশ ভাগ করা। তারা ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীতিতে বিশ্বাস করে, যা তারা করে না। তৃণমূল কংগ্রেস দেশের সংবিধান অনুসরণ করবে। ওয়াকফ বিলের বিরোধিতায় বুধবার লোকসভা ও রাজ্যসভায় ঝড় তুলে দিয়েছেন তৃণমুল সাংসদরা। ওয়াকফ (waqf bill) সংশোধনী বিল সম্পূর্ণ অসাংবিধানিক। এই বিল আনার পিছনে রয়েছে মোদি সরকারের বিভেদকামী মানসিকতা। বিজেপি তথা মোদি সরকার হিন্দু-মুসলিম বিভেদ তৈরি করার জন্যই এই বিল নিয়ে এসেছে। ওয়াকফ বিলের তীব্র বিরোধিতা করে বুধবার লোকসভায় গর্জে উঠলেন তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ওয়াকফ বিলের সার্বিক বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস। সবার প্রথমে মনে রাখতে হবে তু হিন্দু বনেগা, না মুসলমান বনেগা— ইনসান কি অওলাদ হ্যায়, ইনসান বনেগা। এর পরেই তাঁর সংযোজন, এই ওয়াকফ বিল দেশের আইনের বিরোধী। এই বিল স্বেচ্ছাচারিতার নামান্তর৷ ৭৫ বছর ধরে দেশে ওয়াকফ আইন বহাল আছে। তা সংশোধনের কোনও প্রয়োজন ছিল না। এই আইনের মাধ্যমে মুসলিমদের মৌলিক সাংবিধানিক অধিকার প্রদান করা হয়েছে, সরকার তা কেড়ে নিতে পারে না। সুপ্রিম কোর্টের রায়কে পাল্টে ফেলতে পারে না কেন্দ্রীয় সরকার। সংবিধানের ২৫ এবং ২৬ ধারায় প্রদত্ত সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেওয়ার এই প্রচেষ্টা ধর্মের জন্য ভাল বিষয় নয়। স্বশাসিত সংস্থার সম্পত্তি কীভাবে কেড়ে নেওয়ার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার? এই সম্পত্তির উপরে তাদের কোনও অধিকার নেই। দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ভেঙে চুরমার করে দেবে এই বিল। এইভাবে সংখ্যালঘুদের অধিকারের উপরে আঘাত হানা যায় না। ইন্ডিয়া মে হিন্দু-মুসলিম লাগা দো, এটাই ওদের অভিপ্রায়।

আরও পড়ুন-দলনেত্রীর বার্তা পৌঁছে দিতে মহিলাদের কর্মসূচি শুরু

তাঁর কথায়, আমি ধর্মীয় আচার পালন করতে পারি, নাও পারি। তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির মৌলিক অধিকারের কোনও সম্পর্ক নেই। ইচ্ছে থাকলে আমি সম্পত্তি দান করতে পারি। হিন্দু মন্দিরে দান করতে পারি, মসজিদে পারি, গির্জায় পারি— যে কোনও জায়গায় দান করতে পারি৷ কেউ আমাকে নিয়ন্ত্রণ করবে কী করে? রাজ্যের আইন ও কেন্দ্রের আইনের মধ্যে কোনও বিভেদ থাকতে পারে না। আইন মানে আইন-সংবিধান কী বলছে সেটা দেখতে হবে৷ এটা গণতন্ত্রের প্রশ্ন৷ কেন্দ্রীয় মন্ত্রী এটা কেন বলছেন না যে, এবার থেকে সংখ্যালঘু-বিষয়ক মন্ত্রী যেটা ভাল মনে করবেন, সেটাই করা হবে, তিনিই সুপ্রিম ক্ষমতার অধিকারী হবেন— তাহলেই তো সব চুকেবুকে যায়! লোকসভায় দলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সুরেই এদিন মোদি সরকারকে তীব্র নিশানা করেছেন তৃণমূল সাংসদ আবু তাহের খান। তাঁর দাবি, সংখ্যালঘু মুসলিমদের নিয়ে নোংরা রাজনীতি করছে মোদী সরকার৷ অদূর ভবিষ্যতে কৃষি বিলের মত এই ওয়াকফ সংশোধনী বিলকেও তাদের প্রত্যাহার করতে হবে। বিজেপি আজ কুমীরের কান্না কাঁদছে। আসলে এক সম্প্রদায়ের সঙ্গে অন্য সম্প্রদায়ের বিভেদ তৈরি করতে চাইছে এরা। সারাদিন আলোচনা শেষে ভোটাভুটি হয়। কিন্তু ভোটাভুটির সময়েই অনুপস্থিত প্রধানমন্ত্রী মোদি। তবে তৃণমূলের যুক্তির কাছে হার মানলেও গরিষ্ঠতার জোরে বুধবার বেশিরাতে লোকসভায় পাশ হয়ে গেল ওয়াকফ সংশোধনী বিল। ব্যবধান খুবই সামান্য। বিলের বিপক্ষে ভোট পড়েছে ২৩২টি। পক্ষে ভোট পড়েছে ২৮৮টি।

Latest article