প্রতিবেদন : দেশের অন্যান্য রাজ্যগুলো সুযোগ পেলেও বাংলার ঐতিহ্য ও বাংলার সংস্কৃতি তুলে ধরার ক্ষেত্রে বারবার এ রাজ্যকে বঞ্চিত করা হচ্ছে। কেন্দ্রের বর্তমান মোদি সরকারের এটা একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। এই নিয়ে এরমধ্যেই দেশের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। আগামী ২৬ জানুয়ারি সে সুযোগ যাতে বাংলা পায়, চিঠিতে সে কথাও উল্লেখ করেছেন তিনি। রবিবার এক সাংবাদিক বৈঠকে একথা বলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব ও রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে শেষ ভার্চুয়াল বৈঠকেও মমতা বন্দ্যোপাধ্যায় ভ্যাকসিন নিয়ে দাবি তুলেছিলেন, প্রাপ্য ভ্যাকসিন দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। অবিজেপি শাসিত রাজ্যগুলোকে বঞ্চিত করে, বিজেপিশাসিত রাজ্যগুলোকে ভ্যাকসিন দিয়ে যদি সাফল্যের দাবি করে কেন্দ্রীয় সরকার তবে তা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর বড় আঘাত বলেই মনে করেন তিনি।
আরও পড়ুন – এভাবেও পাশে থাকা যায় দেখিয়ে দিল যুব তৃণমূল
এদিন একই সঙ্গে বিজেপিকেও নিশানা করেন দলের মহাসচিব। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, দেশজুড়ে স্বৈরতন্ত্র চালু হোক, গণতন্ত্র চুলোয় যাক, এটাই এখন একমাত্র কামনা- বাসনা বিজেপির। একুশের নির্বাচনের আগে অন্য দল থেকে লোকজন ভাঙিয়ে এনে দল বাড়ানোর খেলায় মেতেছিল গেরুয়া শিবির। এই নিয়ে বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, এভাবে কোনও দলের কাঠামো ধরে রাখা যায় না। তাই এখন আস্তে আস্তে গোটা কাঠামোটাই ভেঙে পড়ছে, বেরিয়ে আসছে ভগ্নদশা। এর পাশাপাশি এদিন রাজ্যের শিল্পায়ন নিয়েও মুখ খোলেন শিল্পমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শিল্প দফতর যে উদ্যোগগুলো নিয়েছে তাকে সবারই সাধুবাদ জানানো উচিত বলেও জানান পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।