অভিষেকের প্রশ্নে ফের ধরা পড়ে গেল কেন্দ্রের মিথ্যাচার

Must read

নয়াদিল্লি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek banerjee) প্রশ্নে ফের বেআব্রু হয়ে গেল বাংলার প্রতি বিজেপির প্রতিহিংসা এবং কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণ। এবারে বিদ্যুৎ সরবরাহ এবং পরিকাঠামো-সহ ক্ষতির পরে পুনর্গঠনের নানা প্রকল্পে অন্যরাজ্যের তুলনায় বাংলা কতটা বৈষম্যের শিকার হয়ে চলেছে, তা স্পষ্ট হয়ে গেল কেন্দ্রের বিদ্যুৎ মন্ত্রকের তথ্য-পরিসংখানেই। লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek banerjee) লিখিতভাবে জানতে চেয়েছিলেন, পুনর্গঠন খাতে কোন রাজ্যকে কত অর্থ দিয়েছে কেন্দ্র। কেন আটকে রাখা হচ্ছে বাংলার জন্য বরাদ্দকৃত অর্থ? এই প্রশ্নের মুখে পড়ে উত্তর দিতে গিয়ে রীতিমতো হোঁচট খেলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক। বৃহস্পতিবার নিজেদের অপকর্ম চাপা দিয়ে তিনি সাফাই গাইতে চেষ্টা করেছিলেন, বরাদ্দ অর্থ দেওয়া হয়েছে বাংলাকে। কিন্তু তাঁর দেওয়া পরিসংখ্যানেই ধরা পড়ে গিয়েছে আসল সত্যটা। তথ্য বলছে, বরাদ্দ করা অর্থের বেশিরভাগটাই পেয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলো। বাংলার প্রাপ্তি কিন্তু নামমাত্র। কেন্দ্রের পরিসংখ্যানই বলছে, পুনর্গঠন খাতে গত ৩ অর্থবর্ষে বাংলার জন্য বরাদ্দ করা হয়েছিল ৬৪২৩ কোটি টাকা। কিন্তু পেয়েছে যথাক্রমে ২২১ কোটি, ৬০১ কোটি এবং শেষ বছরে মাত্র ৪৯ কোটি টাকা। যা বরাদ্দের তুলনায় অবশ্যই নামমাত্র। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাত, রাজস্থান, বিহারের মতো বিজেপি শাসিত রাজ্যগুলো কিন্তু পেয়ে গিয়েছে বেশিরভাগ অর্থই।

আরও পড়ুন-ভারতে এলেন পুতিন, যুদ্ধে যোগ দেওয়া ভারতীয়দের ফেরানোর দাবি

Latest article