গণতান্ত্রিকভাবে বাংলাকে বিরোধীশূন্য করার চ্যালেঞ্জ

অমিত শাহ কেন পাপ্পু, ব্যাখ্যা দিলেন অভিষেক

Must read

প্রতিবেদন : গণতান্ত্রিকভাবে মানুষের আশীর্বাদ নিয়েই তৃণমূল কংগ্রেস বিরোধীশূন্য করবে। আগামী পঞ্চায়েত নির্বাচন হবে অবাধ ও শান্তিপূর্ণ। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে দলের বিশেষ অধিবেশনে বললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এজেন্সি দিয়ে ভয় দেখানো ও কুৎসার বিরুদ্ধেও গর্জে উঠেছেন তিনি। তাঁর কথায়, যত বেশি কুৎসা করবে তৃণমূল কংগ্রেস তত বেশি শক্তিশালী হবে। একইসঙ্গে কেন তিনি অমিত শাহকে সবথেকে বড় পাপ্পু ও অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তার ব্যাখ্যাও দিয়েছেন।

নিজের হাতে থাকা দিল্লির ক্রাইম রেকর্ড দেশের মধ্যে সবথেকে খারাপ। কলকাতা সবথেকে নিরাপদ। এনসিআরবির রিপোর্ট তাই বলছে। ফলে তিনি অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী। একারণেই তিনি পাপ্পু। ক্যামেরার সামনে হাত পেতে টাকা নেওয়া সুদীপ্ত সেন চিঠি লিখে টাকা লুঠের অভিযোগ করা শুভেন্দুকে শেল্টার দিয়েছেন অমিত শাহ। তাই তিনি পাপ্পু। তৃণমূলের নেতাদের জেলে ঢুকিয়ে ফাঁকা মাঠে গোল দিতে চাইছেন। রাজনৈতিক ভাবে হারানোর ক্ষমতা নেই। তাই তিনি পাপ্পু। অমিত শাহ দেশবাসীকে জাতীয়তাবাদ শেখায় আর তার নিজের ছেলে জাতীয় পতাকার অবমাননা করে। নিজের ছেলেকে দেশপ্রেম শেখাতে পারেননি। তাই তিনি পাপ্পু।
এদিন শুভেন্দুকে তোপ দেগে অভিষেক বলেন, ইডি-সিবিআইয়ের জোরে রাজনীতি করবে লোডশেডিং অধিকারী, হাইকোর্টে নন্দীগ্রাম মামলায় কী হয়েছে দেখেছ, এবার সুপ্রিম কোর্টে তোমায় বোঝাব— কত ধানে কত চাল বুঝবে।

আরও পড়ুন: বিজেপির প্ররোচনায় মিলছে না বকেয়া টাকা

তৃণমূল কংগ্রেসে দুই বা তিন নম্বর বলে কিছু নেই। প্রথমে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর দলের কর্মীরা। মাঝখানে কেউ নেই। তাঁর কথায়, আসুন নতুন উদ্যম নিয়ে লড়াই করি। পঞ্চায়েত নির্বাচনে মানুষের ভালবাসা নিয়েই আমাদের জিততে হবে। বিজেপিকে কড়া জবাব দিতে হবে। পুজো কমিটিগুলিকে সরকারের অনুদান দেওয়া নিয়ে বিরোধীদের কটাক্ষেরও জবাব দিয়েছেন অভিষেক (Abhishek Banerjee)। তাঁর কথায়, অনুদান দিয়েছে বেশ করেছে। বিজেপি ৩ হাজার কোটির মূর্তি ১ হাজার কোটির প্লেন কিনতে পারলে মমতা বন্দ্যোপাধ্যায়ও অনুদান দিতে পারেন। আর ইউনেস্কো তো বাংলার পুজোকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে।

Latest article