ম্যাড়মেড়ে অনু্ষ্ঠানে ঢাকে কাঠি চ্যাম্পিয়ন্স ট্রফির

অনুষ্ঠানের শুরুতে জনপ্রিয় পাক গায়ক আতিক আসলাম পারফর্ম করেন। এছাড়া আরও কয়েকজন পাক শিল্পীও অনুষ্ঠানে গান গেয়েছেন।

Must read

লাহোর, ১৭ ফেব্রুয়ারি : মন কাড়ল না চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠান। রবিবার লাহোর ফোর্টে প্রায় নিঃশব্দেই হয়ে গেল এই অনুষ্ঠান। আর পাঁচটা আইসিসি টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের নিয়ে তেমন বর্ণাঢ্য ফটোশুট হয়নি। এমনকী, আয়োজক পাকিস্তান দল-সহ অন্য কোনও দলের ক্রিকেটার বা প্রতিনিধিকে এই অনুষ্ঠানে দেখা যায়নি! কিছুটা নমো নমো করেই সেরে ফেলা হল গোটা অনুষ্ঠান। শুধু উপস্থিত ছিলেন ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী পাকিস্তান দলের সদস্যরা।

আরও পড়ুন-১৪ লক্ষ আবেদন ধামাচাপা কেন্দ্রের

অনুষ্ঠানের শুরুতে জনপ্রিয় পাক গায়ক আতিক আসলাম পারফর্ম করেন। এছাড়া আরও কয়েকজন পাক শিল্পীও অনুষ্ঠানে গান গেয়েছেন। আতশবাজির বিশেষ প্রদর্শনীও হয়। উদ্বোধনী ভাষণ দেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। নিজের ভাষণে নির্মাণ শ্রমিকদের আলাদা ভাবে ধন্যবাদ জানান পিসিবি প্রধান। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঢেলে সাজানো হয়েছে পাকিস্তানের তিনটি ক্রিকেট স্টেডিয়ামকে। সময়মতো কাজ শেষ করার জন্যই নির্মাণ শ্রমিকদের ধন্যবাদ জানিয়েছেন নকভি।
পরে একটি আলোচনা সভায় যোগ দেন ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী পাক অধিনায়ক সরফরাজ আহমেদ, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জেপি ডুমিনি এবং প্রাক্তন কিউয়ি পেসার টিম সাউদি। সেখানে সরফরাজ আশা প্রকাশ করেন, ঘরের মাঠে ফের চ্যাম্পিয়ন হয়ে খেতাব ধরে রাখবে পাকিস্তান। কিন্তু বিস্ময়করভাবে গোটা অনুষ্ঠানের কোনও সরাসরি সম্প্রচার হয়নি। সব মিলিয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠান দেখে চরম হতাশ ক্রিকেটপ্রেমীরা। ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে টুর্নামেন্ট শুরু।

Latest article