প্রতিবেদন : একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ক্ষেত্রে সেমিস্টার চালু করতে চায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সেকথা আগেই জানানো হয়েছিল। এবার এই নিয়ে আরও একধাপ এগোল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ইতিমধ্যেই প্রস্তাব গিয়েছে রাজ্য সরকারের কাছে। সংশ্লিষ্ট দফতরের থেকে ছাড়পত্র মিললেই কার্যকরী হবে এই নিয়ম। তবে আগামী শিক্ষাবর্ষ থেকেই যে এই নিয়ম চালু হবে তেমন কোনও বাধ্যবাধকতা নেই। তবে শিক্ষা সংসদ চাইছে যত দ্রুত সম্ভব এই নয়া পদ্ধতি চালু করতে।
আরও পড়ুন-দিনের কবিতা
শনিবার ৪৭টি বিষয়ের উপর তৈরি হওয়া বিশেষজ্ঞ কমিটির সঙ্গে বৈঠকে বসেছিলেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সেখানে তিনি ওই কমিটির সদস্যদের নির্দেশ দিয়ে জানান, সিলেবাস কতটা পরিবর্তনের প্রয়োজন রয়েছে সেটা খতিয়ে দেখতে হবে। সবক্ষেত্রে যে সিলেবাস পরিবর্তন করতেই হবে এমন ব্যাপার নেই। যে বিষয়গুলি ইতিমধ্যেই পরিবর্তন করা হয়েছে সেগুলো বাদ দিয়ে যেখানে পরিবর্তন প্রয়োজন সেখানে সিলেবাস বদল করতে হবে। কোন বিষয়ে সিলেবাস কতটা পরিবর্তন করা হল সেই বিষয়টি চূড়ান্ত করে ৩১ জানুয়ারির মধ্যে জমা দিতে বলা হয়েছে। অন্যদিকে, সেমিস্টার নিয়ম চালু হলে একাদশ শ্রেণিতে দুটো এবং দ্বাদশ শ্রেণিতে দুটো সেমিস্টারে পরীক্ষা হবে। সেক্ষেত্রে, দুই ক্লাসের জন্য কীভাবে সিলেবাস ভাগ করা হবে সেই বিষয়টি চূড়ান্ত করতে হবে এই কমিটিকেই। পাশাপাশি, সিলেবাস ভাগ হয়ে গেলে মডেল প্রশ্নপত্র, ক্লাসের সময়সীমা এবং নম্বর বিভাজন কীভাবে হবে সেই বিষয়টি ঠিক করেও সংসদকে জমা দিতে হবে।
আরও পড়ুন-ঠিক যেন কেকে’র স্মৃতি! মঞ্চে গান গাইতে গাইতেই মৃত ব্রাজিলের গায়ক
উদাহরণস্বরূপ বলা যায়, যে বিষয়গুলোর প্র্যাকটিক্যাল রয়েছে সেগুলোতে ৭০ নম্বরের থিওরি হয়, বাকি ৩০ নম্বর হয় প্রাকটিক্যাল। এবার সেমিস্টার চালু হলে এই ৭০ নম্বরই ভেঙে দেওয়া হবে। প্রথম সেমিস্টারে ৩৫ নম্বরের হবে এমসিকিউ এবং পরের সেমিস্টার হবে বাকি ৩৫ নম্বরের। সেক্ষেত্রে থাকবে ছোট প্রশ্ন। এরপর দুই সেমিস্টারের নম্বরের ভিত্তিতেই হবে পরীক্ষার্থীর মূল্যায়ন।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…