রাজ্যে তীব্র দাবদাহের পরিস্থিতিতে যাতে পানীয় জলের অভাব না হয় রাজ্য সরকার (West Bengal Government) সে ব্যাপারে নজর রাখার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার নবান্নে (Nabanna) মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর (CS Harikrishna Dwivedi) পৌরহিত্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসে। সেখানেই তিনি রাজ্যের জনসাস্থ্য কারিগরি দফতরকে এই মর্মে নির্দেশ দিয়েছেন বলে, প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের আগে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওযার কাজে গতি আনার নির্দেশ দিযেছেন মুখ্যসচিব। পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণের মতো প্রকল্পগুলি নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে। ২৬ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকের আগে মঙ্গলবার মুখ্যসচিব জেলা প্রশাসনের সঙ্গে প্রস্তুতি বৈঠক করেন। সমস্ত জেলাশাসক, এসডিও এবং বিডিও পর্যায়ের আধিকারিকেরা ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন। মুখ্যসচিব এদিন বলেন বাড়ি বাড়ি পানীয় জলে সংযোগ দেওয়ার কাজ সময়ের আগে শেষ করতে হবে। ১ কোটি ৮৩ হাজার বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়ার কথা।
দুয়ারে সরকার কর্মসূচি পরিষেবা দেওয়ার কাজ শুরু হয়েছে। যেসব সামাজিক সুরক্ষার প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে যায় সেই সব প্রকল্পের টাকা ইতি মধ্যে ছাড়া শুরু হয়েছে। তবে এখনও যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো বাকি রয়েছে, সে গুলি মুখ্যমন্ত্রী ২৬ এপ্রিল প্রশাসনিক বৈঠক থেকে তা দিয়ে দেবেন।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রী থাকবেন বেথুন কলেজিয়েট স্কুলের ১৭৫বছর পূর্তি অনুষ্ঠানে
এদিন বৈঠকে দুয়ারে সরকার কর্মসূচি তে থাকা ৩৩ টা প্রকল্প নিয়ে আলোচনা করেন মুখ্যসচিব (CS Harikrishna Dwivedi)। এর বাইরে রাস্তাশ্রী প্রকল্পের রাস্তা তৈরির কাজে গতি আনতে বলেছেন মুখ্যসচিব। যে প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সেই তথ্য সমন্বয় পোর্টালে তুলে দিতে হবে। এদিনের বৈঠকে জেলা প্রশাসন ছাড়াও প্রায় সব দফতরের সচিবরাও উপস্থিত ছিলেন। তাঁদের সবাইকে ১৯ এপ্রিলের মধ্যে ২০২২-২৩ অর্থ বর্ষে বরাদ্দ ও খরচের হিসেব মুখ্যসচিব এর কাছে জমা দিতে বলা হয়েছে। এছাড়াও যে সব প্রকল্পের কাজ চলছে সে গুলোর পুঙ্খানুপুঙ্খ তথ্য মজুত রাখতে বলা হয়েছে সব দফতরের সচিবকে। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী কিছু জানতে চাইলে, তার উত্তর যেনো সঙ্গে সঙ্গে সচিবরা দিতে পারেন।