চাকরিহারাদের কথা শুনবেন প্রধান বিচারপতি, জারি নোটিশ

Must read

প্রতিবেদন : যাঁদের চাকরি গিয়েছে, তাঁদের সবার কথা শুনতে চান প্রধান বিচারপতি। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চাকরিহারাদের আবেদন প্রসঙ্গে প্রধান বিচারপতি সাফ জানিয়েছেন, যাঁরা চাকরি হারিয়েছেন তাঁদের কথা শুনতেই হবে। এই মর্মে সব পক্ষকে নোটিশও জারি করা হয়েছে। যাঁরা এই প্রেক্ষিতে মামলা ফাইল করতে চান, তাঁদের আবেদন করতেও বলা হয়েছে। সমস্ত মামলা একসঙ্গে ট্যাগ করে ১৬ জুলাই শোনা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারিয়েছিলেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেন চাকরিহারারা। তাঁদের স্বস্তি দিয়ে ৭ মে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয়। এর পাশাপাশি শিক্ষকদের পুরো চাকরির সময়কালের বেতন ১২ শতাংশ সুদ-সহ ফেরতের রায়ও স্থগিত করে দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানিয়েছিল, বেআইনিভাবে চাকরি পাওয়া শিক্ষকদের বেতন এখনই ফেরত দিতে হবে না। তবে ভবিষ্যতে যদি প্রমাণিত হয় যে, কেউ অযোগ্য হওয়া সত্ত্বেও চাকরি পেয়েছেন, তাঁকে বেতন ফেরত দিতে হবে। সিবিআইকে তিন মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশও দিয়েছিল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন-নির্বাচনপর্ব মিটতেই কেন্দ্রের উদ্দেশ্যপ্রণোদিত মূল্যবৃদ্ধি, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী

Latest article