প্রতিবেদন : রাজ্যও চায় চিকিৎসা ক্ষেত্রে দ্রুত নিয়োগ হোক। সোমবার আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে ম্যারাথন বৈঠকে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসা পরিষেবায় লোকবল প্রয়োজন তাই রাজ্যও চায় তাড়াতাড়ি নিয়োগ হোক। কিন্তু এই গোটা বিষয়টাই আইনের আওতাধীন, তাই রাজ্য চাইলেও তাদের হাত-পা বাঁধা বলে এদিন আক্ষেপ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-হাসিনা পদত্যাগ করেছেন কিনা জানেন না বাংলাদেশের রাষ্ট্রপতি! বর্তমান সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিচার আমাদের হাতে নেই। ওবিসি ম্যাটার তাড়াতাড়ি আইনত সমাধান দরকার। এটা হয়ে গেলে পুলিশ ও স্বাস্থ্যে চিকিৎসক নিয়োগ দ্রুত হবে। আমাদের তো নিয়োগে ডাক্তার চাই। আমাদের দরজা খোলা আছে আগেও বলেছি। আমরাও চাই দ্রুত নিয়োগ হোক। প্রসঙ্গত, সোমবার কথামতোই নবান্ন সভাঘরে হয় বৈঠক। বিকেল পাঁচটায় জুনিয়র চিকিৎসকদের ১৭ প্রতিনিধিদের নিয়ে শুরু হয় বৈঠক। সোমবার অনশন তুলে বৈঠকে যোগ দেওয়ার আবেদন করে রাজ্য। নবান্নের তরফে জানানো হয়েছিল, চিকিৎসকদের সঙ্গে মমতার বৈঠকে ৪৫ মিনিটই ধার্য থাকবে। যদিও প্রায় ২ ঘণ্টা ধরে চলে বৈঠক। জুনিয়র চিকিৎসকদের ১০ দফা দাবিদাওয়া নিয়ে ১৭ জন প্রতিনিধি বৈঠকে যোগ দেন। এর মধ্যেই ৯৯ শতাংশ কাজই শুরু হয়েছে বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।