ভালো আছে লাকি! জানালেন কার্শিয়ং-এর DFO, পুরস্কার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Must read

প্রবল জলের তোড়ে ভেসে এসেছিল ছোট্ট হস্তিশাবক। মাত্র ১০ দিন বয়সী হাতির বাচ্চাটিকে মেচি নদীর থেকে উদ্ধার করে কার্শিয়ং-এর DFO-র টিম। তার কাহিনি শুনে উত্তরবঙ্গ সফরে তার নাম রাখেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কাশিয়ং-এর ডিভিশনাল ফরেস্ট অফিসার (ডিএফও) দেবেশ পান্ডের জন্য পুরস্কারও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সুস্থ আছে সেই হস্তিশাবক ‘লাকি’- জানালেন কার্শিয়ং-এর DFO। সে এখন ভারতের বন্যপ্রাণ রক্ষার জন্য যাঁরা কাজ করেন তাঁদের নিবেদিত চেতনার প্রতীক।

বুধবার জিটিএ-এর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শোনেন, ৫ অক্টোবর মাত্র ১০ দিন বয়সী ছোট্ট হাতির বাচ্চাটিকে উদ্ধারের কথা শোনেন। তিনি হস্তিশাবকের নাম রাখেন ‘লাকি’। ডিভিশনাল ফরেস্ট অফিসার (ডিএফও) দেবেশ পাণ্ডে জানান, “একটি হস্তিশাবক উদ্ধার করে। ৫অক্টোবর ভারত নেপাল বোর্ডের মাচি নদী থেকে উদ্ধার করা হয়েছিল। ভুটান থেকে অব্যাহত বৃষ্টিপাত এবং জল প্রবাহের ফলে উত্তরবঙ্গ জুড়ে বন্যা বয়ে গিয়েছিল। হাতির বাচ্চাটিকে পরবর্তীকালে পুনর্বাসনের জন্য কার্শিয়ং থেকে জলদাপাড়া জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হয়। এখন বাচ্চাটি সুস্থ আছে”

আরও পড়ুন-বাংলায় ১৫০০০ কিমি রাস্তা, বরাদ্দ ৭ হাজার কোটি টাকা

ডিএফও বলেন “হস্তিশাবকটিকে প্রাথমিক চিকিৎসার পরে এখন ভালোভাবে সাড়া দিচ্ছে। আমরা নেপাল ও ভারতের আধিকারিকদের এবং স্থানীয় সম্প্রদায়ের কাছে তাদের সময়মতো সহায়তার জন্য এবং কার্শিয়ং ও জলদাপাড়া দলের সমন্বিত প্রচেষ্টার জন্য কৃতজ্ঞ”। ৮ অক্টোবর থেকে, মাহুত ও বনকর্মীরা সর্বক্ষণ যত্নে রাখছেন লাকিকে। মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) কাশিয়ং-এর ডিভিশনাল ফরেস্ট অফিসার (ডিএফও) দেবেশ পান্ডের জন্য পুরস্কারও ঘোষণা করেন। পুরস্কারটি বন্যপ্রাণী পুনরুদ্ধারে এর কর্মীদের উদ্যোগের স্বীকৃতি। বনকর্মীদের অক্লান্ত পরিশ্রমের জন্য প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। ‘Lucky’ এখন ভারতের বন্যপ্রাণী রক্ষার জন্য যাঁরা কাজ করেন তাঁদের নিবেদিত চেতনার প্রতীক।

Latest article