পুর পরিষেবার হাল-হকিকত জানতে সোমবার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, প্রতিটি পুরসভা ও উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ আধিকারিকদের ওই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

Must read

প্রতিবেদন : পানীয় জল, নিকাশির মতো বিভিন্ন পুর পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করায় রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর প্রত্যেকটি পুরসভা পরিষেবা প্রদান সংক্রান্ত রিপোর্ট কার্ড তৈরি করছে। রাজ্যে বর্তমান সরকারের আমলে পানীয় জল সরবরাহ, নিকাশি, রাস্তা নির্মাণ ও মেরামতি আলো লাগানোর জন্য কোন পুরসভা কত টাকা পেয়েছে এবং কত খরচ করেছে তার পুঙ্খানুপুঙ্খ তথ্য ওই রিপোর্টে থাকবে।

আরও পড়ুন-দুধে-জলে জগন্নাথের স্নানযাত্রা হল মাহেশে

রাজ্যে পুর পরিষেবার হাল- হকিকত নিয়ে সোমবার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, প্রতিটি পুরসভা ও উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ আধিকারিকদের ওই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সেখানেই মুখ্যমন্ত্রীর কাছে পুরসভার উন্নয়ন সংক্রান্ত ওই রিপোর্ট পেশ করা হবে বলে জানা গিয়েছে। পুরসভার উন্নয়নে গত ১৩ বছরে এ রাজ্যের কোষাগার থেকেই ৩২ হাজার কোটিরও বেশি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ বাবদ আরও বহু কোটি টাকা পেয়েছে পুরসভাগুলি। সেই টাকায় কোন খাতে কতটা কাজ হয়েছে এই বৈঠকে তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

Latest article