রাতেই ফোন মুখ্যমন্ত্রীর, খোঁজ নেন পরিস্থিতির, দেন নির্দেশ

প্রাকৃতিক দুর্যোগে মালদহে বাজ পড়ে মৃত্যু হয়েছে ১১ জনের। বৃহস্পতিবার রাতেই জেলা সভাপতি আব্দুর রহিম বকসিকে ফোন করেন মুখ্যমন্ত্রী

Must read

সংবাদদাতা, মালদহ: প্রাকৃতিক দুর্যোগে মালদহে বাজ পড়ে মৃত্যু হয়েছে ১১ জনের। বৃহস্পতিবার রাতেই জেলা সভাপতি আব্দুর রহিম বকসিকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকার্ত পরিবারগুলির পাশে থাকার নির্দেশ দেন। পাশাপাশি আহতদের চিকিৎসার যেন কোনওরকম ত্রুটি না হয় সেই বিষয়টিও জেলা প্রশাসনকে দেখার নির্দেশ দেন তিনি। শুধু তাই নয়, প্রত্যেকটি বিষয়ে খুঁটিনাটি কোনও অসুবিধা হচ্ছে কিনা জেলা প্রশাসনের কাছ থেকে খোঁজ নেন।
মুখ্যমন্ত্রীর নির্দেশমতো জেলা সভাপতি শুক্রবার সকালে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। ময়নাতদন্তের পর সেগুলি পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করেন। বজ্রাঘাতে মৃত ১১ জন পরিবারের হাতে দু লক্ষ টাকার চেক তুলে দেন মালদহ জেলাশাসক নীতিন সিঙ্গানিয়া। মালদহ জেলার প্রশাসনের তরফ থেকে মৃত পরিবারবর্গকে সবরকম সাহায্যের আশ্বাস দেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাওয়ামাত্রই কলকাতা থেকে মালদহ ছুটে আসেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। শুক্রবার পুরাতন মালদহ পৌরসভার ১৭নং ওয়ার্ডের লক্ষ্মী কলোনি এলাকায় মৃত রাজ মৃধার বাড়িতে যান মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এরপর তিনি মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে সমস্ত কিছু তদারকি করেন। গাজোলের আদিনায় মৃত কিশোর অসিত সাহার বাড়িতে যান মন্ত্রী সাবিনা ইয়াসমিন। সমবেদনা জানান পরিবারবর্গকে। হাসপাতালে আসেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। মালদহ জেলাশাসক নীতিন সিঙ্গানিয়াও মালদহ মেডিক্যাল কলেজে আসেন। বৃহস্পতিবার রাতে সাতটি মৃতদেহ ময়নাতদন্ত করে বাড়ি পাঠানো হয়। বাকি চারটি মৃতদেহের ময়নাতদন্ত হয় শুক্রবার। মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবদুর রহিম বক্সী জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃত পরিবারগুলির পাশে থাকার নির্দেশ দিয়েছেন।

Latest article