বঙ্গ

কোচবিহারের নিগৃহীত সন্ন্যাসীকে ফোন মুখ্যমন্ত্রীর

প্রতিবেদন : কোচবিহারে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের হাতে নিগৃহীত সন্ন্যাসী স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর মাধ্যমে কথা বলে সন্ন্যাসীকে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। বলেন, আপনার ওপরে এমন হয়েছে জেনে খারাপ লেগেছে। কোনও অসুবিধা হলে উদয়ন গুহ ও কোচবিহারের সাংসদ জগদীশ বসুনিয়াকে জানাবেন। এদিন দুপুরে সিতাইয়ের সালটিবাড়ি গ্রামের ওই আশ্রমে পৌঁছন উদয়ন গুহ।

আরও পড়ুন-লক্ষ্মীপুজোর সন্ধ্যায় বৃষ্টিতে ভিজল বাংলা

আশ্রমের সন্ন্যাসীর সঙ্গে কথা বলেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন৷ মন্ত্রীর ফোন থেকেই মুখ্যমন্ত্রী সন্ন্যাসীকে বলেন, আপনি চিন্তা করবেন না। যদি কখনও কোচবিহার যাই অবশ্যই আপনার সঙ্গে দেখা হবে। উদয়ন গুহ বলেন, আশ্রমের সামনে রাস্তা তৈরির ব্যাপারে উদ্যোগ নেবে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া বলেন, আশ্রম তৈরির প্রথম দিন থেকে তাঁদের সঙ্গে ছিলেন। আগামী দিনে সবরকম ভাবে পাশে থাকবেন। এদিন আশ্রমে মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও সিতাই ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা রায় বসুনিয়া-সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-বেহাল রেলের বন্দোবস্ত, বিপাকে মহিলা ট্রেন চালকরা

দশমীর সন্ধ্যায় সংশ্লিষ্ট ওই আশ্রমে ঢুকে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ ওরফে নগেন রায়ের বিরুদ্ধে ওই আশ্রমের সন্ন্যাসী স্বামী বিজ্ঞানানন্দ মহারাজকে অকথ্য ভাষায় গালিগালাজ এমনকী মারধরের অভিযোগ ওঠে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা জেলা জুড়ে। দুই সন্ন্যাসী অপমানিত হয়ে আশ্রম ছেড়ে চিরতরে চলে যাবেন বলে রওনা হলে তাদের বাধা দিয়ে আবাসিক ও গ্রামবাসীরা পথ অবরোধ করেন। বিজেপি সাংসদ অনন্ত মহারাজকে গ্রেফতারের দাবিতে সরব হন সকলে৷ আশ্রম কর্তৃপক্ষ সিতাই থানায় অনন্ত মহারাজের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে৷ এরপরেই এই আশ্রমে গিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। সেই আশ্রমের মহারাজের পাশে থাকার বার্তা দেন তিনি এরপর ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আবারও সেই আশ্রমে গেলেন মন্ত্রী এবং সেখানে পৌঁছে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সন্ন্যাসীর কথা বলিয়ে দিলেন। জানা গিয়েছে, আশ্রমের পুজোর প্রসাদের জন্য সামগ্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদয়ন গুহের মাধ্যমে পাঠিয়েছিলেন। সেই সামগ্রী দিয়ে বৃহস্পতিবার আশ্রমে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ হবে।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

3 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

4 hours ago