প্রতিবেদন : মঙ্গলবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ নচিকেতা চক্রবর্তীকে (Nachiketa Chakraborty) দেখতে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বেলা সাড়ে তিনটের পর তিনি সেখানে যান। হাসপাতালে গিয়ে অসুস্থ নচিকেতার চিকিৎসার খোঁজখবর নেন তিনি।
আরও পড়ুন-অসুস্থ বিএলওকে অ্যাম্বুল্যান্সে এনে কমিশনে প্রতিবাদ
কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। গায়কের সর্বশেষ অবস্থার কথাও খুঁটিয়ে জানতে চান। নচিকেতার সঙ্গেও কিছুক্ষণ কথা বলেন। তাঁকে কিছু পরামর্শও দেন, সাবধানে থাকতে বলেন। মিনিট পনেরো সময় কাটিয়ে তারপর তিনি হাসপাতাল ছাড়েন। এদিকে, হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁকে আইসিইউ থেকে ইতিমধ্যে জেনারেল ওয়ার্ডে নিয়ে আসা হয়েছে। অপারেশনের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।

