প্রতিবেদন : বুধবার সন্ধ্যায় একটি বেসরকারি হাসপাতালে (private hospital) রাজ্যপাল (governor) সিভি আনন্দ বোসকে (CV Anand Bose) দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকে বেরনোর পর সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ৪-৫ দিন ওনাকে একটু স্টেবল করবে। তারপর চিকিৎসকরা পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাববেন। ওনার হার্টের হয়তো কােনও সমস্যা রয়েছে।
আরও পড়ুন-বরাত জোরে কাশ্মীরে প্রাণে বাঁচলেন বারাসতের দম্পতি
চিকিৎসকরা ওনাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছেন। একটু স্থিতিশীল হলে তারপর পরবর্তী পর্যায় নিয়ে ভাবনা-চিন্তা করা হবে। শালবনি যাওয়ার আগে কমান্ড হাসপাতালে রাজ্যপালকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।