প্রতিবেদন : শেষ হল ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে সাতদিন ধরে বিশ্ব সিনেমা দর্শনের সমাপ্তি অনুষ্ঠানেও ফোনে চলচ্চিত্র উৎসব দীর্ঘজীবী হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু’দিনের দিঘা সফরে গিয়ে সেখান থেকেই মন্ত্রী অরূপ বিশ্বাসকে ফোন করে কিফ-এর চেয়ারপার্সন গৌতম ঘোষ ও তাঁর গোটা টিমকে উৎসব সফলতার শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। কলকাতা জুড়ে ১৯টি প্রেক্ষাগৃহে ১৭৫টি সিনেমা দেখানোর সুব্যবস্থা করার পাশাপাশি অন্যান্য প্রদর্শনী আয়োজনের জন্য উৎসব কমিটিকে শুভকামনা ও অভিনন্দন জানিয়েছেন তিনি। আগামী বছর যাতে আরও বেশি করে আন্তর্জাতিক সিনেমা দেখানোর ব্যবস্থা করা যায়, সেই দিকে লক্ষ্য দেওয়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী। সিনে বিচারক, বিশ্লেষক, দর্শক-সহ বাংলা বিনোদন জগতের শিল্পীদের কথাও উল্লেখ করেন তিনি। সবশেষে মুখ্যমন্ত্রী বলেন, এখন থেকেই আগামী বছরের প্রস্তুতি শুরু করতে হবে। যত সময় যাবে ততই আরও সমৃদ্ধ হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
আরও পড়ুন-রেলের বেসরকারিকরণ? স্পষ্ট উত্তর নেই কেন্দ্রের
বুধবার সিনে উৎসবের মহাদশমীতেও সিনেমা দেখার ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানেও ছিল তারকার মেলা। ছিলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস, তথ্য-সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন, কিফ সম্পাদক শান্তনু বসু, ফ্রান্সের পরিচালক নিকোলাস ফ্যাসিনো, চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারপার্সন গৌতম ঘোষ, অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তী, পাওলি দাম, ঋতাভরী চক্রবর্তী, ইটালির কনস্যুলেট জেনারেল রিকার্ডো কোস্টা প্রমুখ। ডোনা গঙ্গোপাধ্যায়ের ডান্স ট্রুপের নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এদিন ফ্রান্স, পোল্যান্ড, ইতালি, বুলগেরিয়া, ব্রাজিল-সহ দেশ-বিদেশের কিছু বাছাই করা সিনেমাকে পুরস্কৃতও করা হয়। বিদেশি অতিথিদেরও প্রাপ্য সম্মান দেয় কিফ।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…