‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’ গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণার দাবি মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী জানান, আগে গঙ্গাসাগর মেলায় ন্যূনতম পরিকাঠামো ছিল না। কিন্তু তাঁর আমলে রাজ্য সরকারের তরফে যতটা সম্ভব উন্নয়ন করা হয়েছে

Must read

গঙ্গাসাগর গিয়ে এই মেলাকে জাতীয় মেলা ঘোষণার দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন্দ্রীয় সরকারকে নিশানা করে মমতা বলেন, কুম্ভমেলার (Kumbha Mela) জন্য প্রচুর অর্থ সাহায্য করা হয়। কিন্তু সমান গুরুত্বপূর্ণ হয়েও গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) কেন্দ্রের থেকে এক পয়সাও সাহায্য পায় না।

আরও পড়ুন-গঙ্গাসাগরে পৌঁছে গঙ্গাসাগর হেলিপ্যাড উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণা করার দাবি আগেও জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার, দুপুরে সেখানে পৌঁছে মমতা বলেন, কুম্ভমেলার থেকে গঙ্গাসাগর মেলার গুরুত্ব কোনও অংশে কম নয়। প্রায় কোটি মানুষের যাতায়াত হয়। কুম্ভমেলার জন্য মধ্যপ্রদেশ (Madhyapradesh) সরকার কেন্দ্রের থেকে প্রচুর অর্থ সাহায্য পায়। কিন্তু গঙ্গাসাগরের জন্য একটি পয়সায় দেওয়া হয় না। মমতা বলেন, “কুম্ভমেলা সারা পৃথিবীতে বিরল মেলা। কিন্তু সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই তীর্থে সকলকে জল পেরিয়ে কোটিখানেক মানুষ যাতায়াত করেন। বিষয়টা খুবই কঠিন।“ কেন্দ্রকে এই নিয়ে সাহায্যের আবেদন করেও সাড়া মেলেনি বলে জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-শুভেন্দুর সভায় আবাসের ফর্ম জমা, বিতর্ক তুঙ্গে, প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস

মুখ্যমন্ত্রী জানান, আগে গঙ্গাসাগর মেলায় ন্যূনতম পরিকাঠামো ছিল না। কিন্তু তাঁর আমলে রাজ্য সরকারের তরফে যতটা সম্ভব উন্নয়ন করা হয়েছে। তবে, যেটা হয়েছে সেটা পুরোপুরি রাজ্য সরকারের টাকায়। জাতীয় মেলা ঘোষণার কোনও নির্দিষ্ট মাপকাঠি নেই বলে জানিয়ে মমতা দাবি করেন, এত জনসমাগম হয় যেখানে, সেই মেলাকে জাতীয় মেলা ঘোষণা করা হোক। এক্ষেত্রে কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কোর হেরিটেজ ঘোষণার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। সেই মতো গঙ্গাসাগরও জাতীয় মেলা ঘোষণা করার দাবি জানান তিনি।

Latest article