সরকারি অনুষ্ঠানে রাজনৈতিক স্লোগান, মঞ্চেই উঠলেন না মুখ্যমন্ত্রী

একাধিক কেন্দ্রীয় নেতা-মন্ত্রীর উপস্থিতিতে ফের চরম অসভ্যতা রাজ্য বিজেপি নেতা-কর্মীদের।সরকারি অনুষ্ঠানের মর্যাদা নষ্ট করে জয় শ্রীরাম স্লোগান

Must read

প্রতিবেদন : একাধিক কেন্দ্রীয় নেতা-মন্ত্রীর উপস্থিতিতে ফের চরম অসভ্যতা রাজ্য বিজেপি নেতা-কর্মীদের।সরকারি অনুষ্ঠানের মর্যাদা নষ্ট করে জয় শ্রীরাম স্লোগান। তবে এসব অসভ্যতা আগেও দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির সরকারি অনুষ্ঠানে এসব শিষ্টাচারহীন কাজ হতে পারে সেটা জানতেন মুখ্যমন্ত্রী। এমনকী সেখানে স্বয়ং প্রধানমন্ত্রী উপস্থিত থাকলেও এই ঘটনা ঘটে যায়। ফলে উপেক্ষা করলেন ঘটনা। আর এই দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়ল রাজনৈতিক মহল।

আরও পড়ুন-ছিঃ! বিরোধী দলনেতাকে বিঁধলেন বিজেপি নেতারাই

বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে হল্লা করলেন, জয় শ্রীরাম স্লোগান দিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। এর আগে ২০২১-এর ২৩ জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের অনুষ্ঠানেও একই ঘটনা ঘটে। শুধু তো মুখ্যমন্ত্রী নন, রাজ্যপাল, দেশের রেলমন্ত্রীর সামনে মুখ্যমন্ত্রীর প্রতি অসৌজন্যের বাতাবরণ তৈরি করল গেরুয়াবাহিনী। রেলমন্ত্রী কিংবা রাজ্যের এক কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও অসহায়ের মতো পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছেন। কিন্তু শিষ্টাচারহীন গেরুয়াবাহিনী রাজনৈতিক সৌজন্য বোঝে না। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী অনুষ্ঠানের মঞ্চেই উঠলেন না। এক সময় দেখা যায় রেলমন্ত্রী এবং রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করছেন। অনড় মুখ্যমন্ত্রী মঞ্চের নিচে চেয়ার নিয়ে বসলেন। বক্তব্য রাখলেন। পতাকা তুলে ট্রেনের উদ্বোধন করলেন। প্রধানমন্ত্রীর মাতৃবিয়োগে শোকপ্রকাশ করলেন। ঘটনা নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি। রাজ্যপালকে শুধু বিষয়টি জানিয়েছেন।

Latest article