প্রতিবেদন : দিল্লিতে কাজ করতে গিয়ে আক্রান্ত মালদহের পরিযায়ী শ্রমিক পরিবার। সাদা পোশাকে বাড়িতে গিয়ে মা ও তাঁর শিশুকে নির্মমভাবে মারধর রাজধানীর বিজেপি পুলিশের। স্যোশাল মিডিয়ায় সেই অত্যাচারের ভিডিও পোস্ট করে তীব্র প্রতিবাদ জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে প্রতিবাদ গর্জে উঠতেই পিটটান দেয় দিল্লি পুলিশ।
আরও পড়ুন-নদিয়া জেলাতেও সমবায় নির্বাচনে তৃণমূলের জয়জয়কার
সাংবাদিক বৈঠক করে দিল্লি পুলিশের ডিএসপি দাবি করেন, অভিযোগ ভিত্তিহীন। দিল্লি পুলিশের দাবি, মহিলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আর এদিকে গদ্দার অধিকারীও সেই তালে তাল দিয়ে ভিডিও দেখিয়ে মিথ্যাচার শুরু করে। মঙ্গলবার গদ্দার ও দিল্লি পুলিশের সেই মিথ্যাচারকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইলামবাজারের পরিষেবা প্রদান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর পাল্টা চ্যালেঞ্জ, কে সত্যি, কে মিথ্যা প্রমাণ হয়ে যাবে! তৃণমূলনেত্রী জানান, আমি কালকে ওই বাচ্চাটার কথা বলেছিলাম। তারপরই একটার পর একটা থানায় ওদের নিয়ে যাওয়া হয়েছে। আমি তো কালকেই মিটিংয়ে বলেছিলাম। রেকর্ড চেক করুন। বলেছিলাম ওদের থ্রেট করা হবে। সেটাই হয়েছে। আমরা চাইব, তাঁরা যাতে ফিরে আসেন। তাহলেই সত্যি-মিথ্যা প্রমাণ
হয়ে যাবে।