হরিয়ানার বিজেপি গুন্ডাদের হাতে খুন বাংলার শ্রমিক, মৃত সাবিরের পরিবারকে চাকরি মুখ্যমন্ত্রীর

Must read

প্রতিবেদন : হরিয়ানায় গোরক্ষকদের গণপিটুনিতে মৃত বাংলার শ্রমিক সাবির মোল্লার পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। অসহায় হয়ে যাওয়া পরিবারটিকে দিলেন চাকরি। তবে ওই চাকরি কে করবেন তা পরিবারের সদস্যরা মিলে ঠিক করবেন বলে জানিয়েছেন মৃত সাবিরের বাবা। এর আগে ৩ লক্ষ টাকার আর্থিক সাহায্যও দেওয়া হয়েছে। সাবির দীর্ঘ আড়াই বছর ধরে হরিয়ানায় কাজ করতেন। কিন্তু গোরক্ষক কমিটি এভাবে গোমাংস খাওয়ার অপবাদ দিয়ে পিটিয়ে মেরে ফেলবে এমনটা ভাবতেও পারিনি, কাঁদতে কাঁদতে বলেন সুন্দরবনের প্রত্যন্ত এলাকার ওই যুবকের বাবা আব্দুল কাদের। এই যুবকের পরিবারের পাশে ইতিমধ্যে স্থানীয় বিধায়ক শ্যামল মণ্ডল, স্থানীয় পঞ্চায়েত ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা সহযোগিতার ও সহানুভূতি হাত বাড়িয়ে দিয়েছেন।

আরও পড়ুন-হোটেলে ডেকে যৌননিগ্রহ, অভিযুক্ত বিজেপি নেতা

আব্দুল কাদের জানালেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) যেভাবে আমাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন, যেভাবে আমাদের প্রথম দিন থেকে সহযোগিতা করছেন— মৃত যুবকের দেহ নিয়ে আসা এবং অন্ত্যেষ্টি করা এবং পরিবারের সুখ-দুঃখের একজন সাথী হয়ে উঠেছেন। আমরা চিরকৃতজ্ঞ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আমাদের পরিবারটা বাঁচবে। তবে মুখ্যমন্ত্রীর কাছে তিনি আবেদন করেন, যাঁরা তাঁর ছেলেকে এভাবে খুন করেছে সেইসব দোষীদের শাস্তি হোক। তাঁর বক্তব্য, যেভাবে রাজ্যে সরকার পাশে দাঁড়িয়েছে, এত মানুষ তাদের পরিবারের সঙ্গে আছে দেখে কিছুটা হলেও মানসিক শান্তি পাচ্ছি। তবে তিনি প্রশ্ন তুলেছেন, এ-রাজ্যের মানুষের অন্য রাজ্যে কাজ করতে গিয়ে কেন মৃত্যু হয়? অন্য রাজ্যের বহু মানুষ এই পশ্চিমবাংলায় এসে তো তাঁরাও কাজ করছে শান্তির সঙ্গে তাহলে কেবলমাত্র গোমাংস খাবার অপবাদ দিয়ে কেন ছেলেকে পিটিয়ে মারল? আর সেই রাজ্যের মুখ্যমন্ত্রী উল্টে তাদের সপক্ষে কথা বলেন!

Latest article