পাহাড় সফরে গিয়ে আগেই সেখানকার তরুণ-তরুণীদের প্রতিভার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বহন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার, দার্জিলিং সফর সেরে ফেরার পথে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, পাহাড়ে চারটি স্কিল ট্রেনিং সেন্টার হবে। শিলিগুড়িতে একটি ফ্যাশন ট্রেনিং ইনস্টিটিউট সত্যমরা করছে।
এদিন গুরুপূর্ণিমা উপলক্ষ্যে সব গুরুদের প্রণাম-শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তাঁর কথায়, ”আমার গুরু মা-মাটি-মানুষ। তাঁদের প্রণাম-শ্রদ্ধা জানাই। এদিন বিরসা মুন্ডার জন্মজয়ন্তী। তাঁকেও শ্রদ্ধা জানাচ্ছি। গুরু নানকের জন্মতিথি। তাঁকেও শ্রদ্ধা জানাই।” রাসপূর্ণিমা উপলক্ষ্যেও রাজ্যবাসীদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- কলকাতার রাস্তা থেকে উদ্ধার দেহ, তদন্তে পুলিশ
তাঁর পাহাড় সফর কেমন হল?
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা জানান, ”আমার পাহাড় সফর খুব ভাল হয়েছে।” এর পরে পাহাড়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থান সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, চারটি স্কিল ট্রেনিং সেন্টার পাহাড়ে হবে। সত্যমরা শিলিগুড়িতে একটি ফ্যাশন ট্রেনিং ইনস্টিটিউট করছে। পরের বার এসে দেখে নেব। মমতার কথায়, ”এতে প্রচুর ছেলেমেয়ে ট্রেনিং পাবে এবং চাকরির সুযোগ পাবে।” সত্যম রায়চৌধুরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষিত হন প্রচুর ছেলেমেয়েরা। ভবিষ্যত গঠন হয় তাঁদের। এবার শিলিগুড়িতে ফ্যাশন ট্রেনিং ইনস্টিটিউট করতে চলেছেন তাঁরা। এখানে প্রশিক্ষণ পেয়ে অনেকের রোজগারের পথ সুগম হবে বলে আশা।