কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, ৬ মাসে তৈরি চালসার রাস্তা

৬ মাসেই তৈরি ঝাঁ-চকচকে রাস্তা। লোকসভা ভোটের প্রচারে এসে কথা দিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন কথা তেমনি কাজ।

Must read

আর্থিকা দত্ত, জলপাইগুড়ি: ৬ মাসেই তৈরি ঝাঁ-চকচকে রাস্তা। লোকসভা ভোটের প্রচারে এসে কথা দিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন কথা তেমনি কাজ। ভোটপর্ব মিটতেই কাজ শুরু। তারপর ছ’মাসের মধ্যেই শেষ চালসা গৌরীগাঁওয়ের মার্সি ফেলোশিপ চার্চগামী রাস্তার কাজ।
২০২৪-এর লোকসভা ভোটের প্রচারে এসে চালসায় দু-দফায় ১১ দিন ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-তোমাকে বলি

সেইসময় তিনি চালসা গৌরীগাঁওয়ের মার্সি ফেলোশিপ চার্চে গিয়ে ফাদার ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। ডুয়ার্সের অন্যান্য চার্চের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেন। পাহাড়ি রাস্তার হাল দেখে মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন, শীঘ্রই রাস্তার সংস্কার করা হবে। মুখ্যমন্ত্রী রাস্তা তৈরির জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন চালসা থেকেই। তারপরেই জোরকদমে শুরু হয় রাস্তার কাজ। সম্প্রতি সেই রাস্তার কাজ শেষ হয়েছে। স্থানীয় মানুষজন ঝাঁ-চকচকে রাস্তা পেয়েছেন এবং এই রাস্তার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। পথশ্রী প্রকল্পে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর ৪৪ লক্ষ ৬৭ হাজার ১৫৬ টাকা ব্যয়ে ১.৩৩৫ কিলোমিটার ওই রাস্তার নির্মাণ হয়। চালসা রেলগেট থেকে গৌরীগাঁওয়ের মার্সি ফেলোশিপ চার্চ পর্যন্ত রাস্তা সংস্কারের পর মার্সি ফেলাশিপ চার্চের ফাদার বিনোদ শর্মা বলেন, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। তিনি কথামতো ঝাঁ-চকচকে রাস্তা তৈরি করে দিয়েছেন। এলাকার পঞ্চায়েত সদস্য ইগনিস টিগ্গা বলেন, মুখ্যমন্ত্রী রাস্তা তৈরি করে দিয়েছেন, গ্রামবাসীরা স্বাভাবিকভাবে খুশি।

Latest article