বিধানসভায় নবনির্বাচিত ৪ বিধায়কের শপথগ্রহণের পর কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পেট্রোপণ্যের দাম বৃদ্ধি থেকে টিকা বৈষম্য- বেশ কিছু ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ করলেন মমতা। মোদি সরকারের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “না দেয় টিকা, না দেয় টাকা”।
আরও পড়ুন-দেওচা পাঁচামী খনি প্রকল্পের পুনর্বাসন প্যাকেজ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী বলেন, পেট্রল-ডিজেলের দাম আকাশছোঁয়া। তিনি অভিযোগ করেন, প্রচুর টাকা বাড়িয়ে এখন ৫-১০ টাকা কমাচ্ছে। “একপুকুর জল থেকে এক ঘটি জল তুলে নিচ্ছে। উত্তরপ্রদেশে নির্বাচন রয়েছে তাই দাম কমিয়েছে। কোনই লাভ হচ্ছে না। নির্বাচন মিটলে ফের দাম বাড়িয়ে দেবে।” ডিজেলের দাম বাড়ানোর কার জন্য খাদ্য সামগ্রীর দাম বাড়ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
চাষের কাজ ব্যাহত হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে হাহাকার। এই পরিস্থিতিতে সামান্য দাম কমিয়ে কেন্দ্র রাজ্যগুলির উপর দায় চাপাতে চাইছে বলে তীব্র আক্রমণ করেন মমতা।
আরও পড়ুন-বিধানসভায় অনুপস্থিতি নিয়ে বিরোধীদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী
পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি শাসিত রাজ্যকে বেশি টিকা দেওয়া হচ্ছে। বাংলা সঙ্গী বৈমাত্রিয় সুলভ আচরণ করা হচ্ছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। বলেন, “বঞ্চনার শিকার হওয়া সত্ত্বেও বাংলাই টিকাকরণে প্রথম। একটি ডোজও নষ্ট হতে দেওয়া হয়নি।”