এক সপ্তাহের ব্যবধান, ১৮ অগাস্ট ফের মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

Must read

সোমবার ১৮ অগাস্ট ফের রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে মুখ্যমন্ত্রী ফের মন্ত্রিসভার বৈঠক ডাকায় জল্পনা তৈরি হয়েছে। জানা গেছে ওইদিন বিকেল চারটেয় নবান্নে বসবে মন্ত্রিসভার বৈঠক। সোমবার বৈঠক করে একাধিক সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ফের মন্ত্রিসভার বৈঠক ডাকলেন তিনি। মঙ্গলবার আগামী মন্ত্রিসভার বৈঠকের নির্ঘণ্ট জানিয়ে বিজ্ঞপ্তি জারি করলেন মুখ্যসচিব মনোজ পন্থ। এবার সাত দিনের মধ্যেই ফের বৈঠক ডাকা হল।

আরও পড়ুন-জেলা প্রশাসনের শীর্ষ কর্তারাও সরাসরি আইন-শৃঙ্খলার দায়িত্ব নিন, নির্দেশ মুখ্যমন্ত্রীর

নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী সোমবার বিকেল চারটেয় নবান্নে মন্ত্রিসভার বৈঠক বসবে। সোমবারের মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) সহ তাঁর মন্ত্রিসভা। এই অল্প দিনের ব্যবধানে ফের বৈঠক ঘিরে জল্পনা বাড়ছে।

সূত্রের খবর, ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের সংঘাত ক্রমশ বাড়ছে। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থা থেকে শুরু করে বাংলা ভাষায় কথা বলায় আক্রমণ করার অভিযোগ উঠছে। এই বিষয়গুলি নিয়ে আগামী মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী এমনই শোনা যাচ্ছে।

Latest article