মানিকতলার ভোট নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

বৈঠকে ছিলেন অতীন ঘোষ, অমল চক্রবর্তী, স্বপন সমাদ্দার, স্বপন দাস, শান্তি কুণ্ডু, মীনাক্ষী গঙ্গোপাধ্যায়। এছাড়াও ছিলেন সুপ্তি পাণ্ডে।

Must read

প্রতিবেদন : মানিকতলা বিধানসভা উপনির্বাচন নিয়ে মঙ্গলবার নবান্নে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার কয়েকজন কাউন্সিলরকে নিয়ে একটি বৈঠক করেন। এই বৈঠকেই মানিকতলা বিধানসভা কেন্দ্রের ভোট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুন-নিট কেলেঙ্কারি তদন্ত চেয়ে পথে নামল পড়ুয়ারা, এবার সম্পূর্ণ রিপোর্ট তলব করল শীর্ষ আদালত

আগামী ১০ জুলাই উপনির্বাচন হতে চলেছে এই কেন্দ্রে। বৈঠকে ছিলেন অতীন ঘোষ, অমল চক্রবর্তী, স্বপন সমাদ্দার, স্বপন দাস, শান্তি কুণ্ডু, মীনাক্ষী গঙ্গোপাধ্যায়। এছাড়াও ছিলেন সুপ্তি পাণ্ডে। বৈঠক শেষে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানিকতলা নিয়ে বৈঠক ছিল। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করবে। এবিষয়ে দলনেত্রী কিছু নির্দেশ এবং বার্তা দিয়েছেন। সেই বিষয়ে যথাসময়ে দল যা জানাবার জানাবে।

Latest article