নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ে নবান্নে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১৭ দিনে ১৪ বার বেড়েছে পেট্রোল ডিজেলের দাম। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে মোদি সরকারকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
* পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধি হয়েছে।
* মূল্যবৃদ্ধির জের, রান্না ঘরে আগুন জ্বলছে।
* ৫ রাজ্যের নির্বাচনের পরেই রিটার্ন গিফ্ট।
* মূল্যবৃদ্ধি রুখতে কেন্দ্র কিছু করছে না।
* সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস তুলেছে।
* দাম নিয়ন্ত্রণে নজরদারি বাড়াতে হবে।
* সুফল বাংলা আউটলেট বাড়ানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর।
* বেআইনি মজুত খুঁজে বের করতে হবে ইডি-সিবিআইকে কাজে লাগাক কেন্দ্র।
* ভেজাল ওষুধ আটকাতে ড্রাগ ল্যাবরেটরি গড়া হবে।
* কেন্দ্র ঠিক মতো GST-র প্রাপ্য দিচ্ছে না, কর না বসিয়ে সেস বসিয়ে দিচ্ছে।
* টোল ট্যাক্স নেওয়া বন্ধ করুক কেন্দ্র।
* দেশে সবচেয়ে বড় দুর্যোগ বিজেপি সরকার।
* সুফল বাংলায় বাজার মূল্যের কম দামে ফল – সব্জি মিলবে।
* রাজ্যে ৫০০ সুফল বাংলা স্টল।
* জেলায় ৩০ টি করে সুফল বাংলা স্টল ও মোবাইল।
* সুফালবাংলার মাধ্যমে ন্যায্যমূল্যে মাছ বিক্রির নির্দেশ মুখ্যমন্ত্রীর।