ফোনে প্রতুল মুখোপাধ্যায়ের স্বাস্থ্যের খোঁজ মুখ্যমন্ত্রীর

‘আমি বাংলায় গান গাই’ খ্যাত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের (Pratul Mukherjee)  শারীরিক অবস্থার খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : ‘আমি বাংলায় গান গাই’ খ্যাত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের (Pratul Mukherjee)  শারীরিক অবস্থার খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে বিধানসভা থেকেই ফোনে খোঁজ খবর নেন তিনি। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই অসুস্থতা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এই মুহূর্তে রয়েছেন আইটিইউতে।

আরও পড়ুন-গৌড় মহাবিদ্যালয়কে ন্যাক-স্বীকৃতি

শিল্পীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। এদিন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেনকে নির্দেশ দিয়েছেন হাসপাতালে গিয়ে শিল্পীর খোঁজখবর নেওয়ার। যেহেতু আইটিইউতে রয়েছেন অসুস্থ শিল্পী তাই তাঁদের সেখানে ঢুকতে বারণ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর আগেও একবার যখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রতুল, তখন মুখ্যমন্ত্রী নিজেই গিয়েছিলেন শিল্পীকে দেখতে। এবার নিজে যেতে না পারলেও তাঁর দুই মন্ত্রীকে পাঠাচ্ছেন।

Latest article