বঙ্গ

বিদ্যুতের অপচয় রুখতে কড়া মুখ্যমন্ত্রী, দফতরে দফতরে নির্দেশ বকেয়া না মেটালে বাজেটে কোপ

প্রতিবেদন : মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বিভিন্ন দফতরে বিদ্যুতের (Electricity) অপব্যবহার নিয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। একাধিক দফতরের বিদ্যুতের বিল দীর্ঘদিন বকেয়া রয়েছে। সেই সব দফতরকে কড়া নির্দেশ পাঠানো হয়েছে, অবিলম্বে বকেয়া না মেটালে আনুপাতিক হারে বাজেট ছাঁটাই করা হবে। রাজ্য সরকারের তরফে এই মর্মে সরকারি নির্দেশিকাও জারি করা হবে বলেও জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থসচিব মনোজ পন্থকে নির্দেশ দেওয়ার পরই তৎপরতা শুরু হয়। রাজ্য প্রশাসনের সমস্ত দফতরেই জানিয়ে দেওয়া হয়েছে বিষয়টি।

আরও পড়ুন-মেসিকে ট্যাকল করে বর্ণবিদ্বেষের শিকার!

শুধু বিদ্যুৎ খরচই নয়, অফিসের অন্যান্য ‘বাজেট খরচে’ ও রাশ টানার নির্দেশ দেওয়া হয়েছে সরকারিভাবে। প্রতিটি নির্দেশ ঠিকমতো মানা হচ্ছে কি না, তা দেখার জন্য একজন নোডাল অফিসারকে দায়িত্ব দিচ্ছে পূর্ত দফতর। গত বৃহস্পতিবারই বিদ্যুতের অপচয় নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। একাধিক দফতর ও স্কুলগুলি বিদ্যুতের অপচয় করছে বলে প্রশাসনিক বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সরকারি অফিসে বিদ্যুৎ অপচয় নিয়ে নানা সময়ে অভিযোগ ওঠে। সেই অভিযোগের পর এবার কড়া হচ্ছে প্রশাসন। মুখ্যমন্ত্রী স্বয়ং এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিচ্ছেন। তিনি এবার পরিস্থিতির বদল ঘটাতে উদ্যোগী। গত বৃহস্পতিবার কলকাতা-সহ সমস্ত পুরনিগমের মেয়র, কমিশনার এবং সব দফতরের সচিব ও বিভাগীয় প্রধানদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মুখ্যমন্ত্রী এ-ব্যাপারে কড়া হুঁশিয়ারি দেন দফতরগুলিকে।

Jago Bangla

Recent Posts

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

21 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

10 hours ago