প্রতিবেদন : নদী ভাঙনের কারণে মালদহ জেলা বিপদের মুখে। এ পরিস্থিতিতে কেন্দ্রের কাছে সাহায্য চেয়েও নিরাশ হতে হয়েছে রাজ্যকে। তাই এবার নিজের উদ্যোগে রাজ্য সরকার মালদহের বন্যা কবলিত স্থানকে বিপদের মুখ থেকে টেনে আনতে অগ্রসর হল। সোমবার মুর্শিদাবাদের সুতির প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ধুলিয়ান, সামশেরগঞ্জ, লালগোলা ও ভগবানগোলায় অনেক জমি নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত। ১৬০০ হেক্টরের বেশি জলের তলায় চলে গেছে।
আরও পড়ুন-দুর্গম বক্সার গ্রামে গ্রামে পৌঁছে যাবে দুয়ারে রেশন
কেন্দ্রকে তেরোশো কোটি টাকার প্রস্তাব দিয়েছি। ওরা কোনও খরচ করছে না। ফরাক্কার জন্য টাকা পাই সেই টাকা দেয়নি। ৮০০ কোটি টাকা দিয়ে ভাঙন প্রতিরোধে কাজ করেছি আরও ১৭৫ কোটি টাকার কাজ হবে। তিনি জানান, ৪৩৯ কোটি টাকার কান্দি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। জলস্বপ্ন প্রকল্পে ১৬ লাখ ৭৮ হাজার বাড়িতে জল পৌঁছে দেব আগামী দিনে। ১৩৮৬ কোটি টাকা খরচ করে ৭ লক্ষ ৮ হাজার বাড়িতে জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে।
এই বন্যা কবলিত এলাকাকে উদ্ধার করতে ইতিমধ্যেই রাজ্য সেচ দফতর একাধিক সার্ভে করেছে। কিন্তু রাজ্যের পক্ষে সম্ভব হচ্ছে না বাঁধ নির্মাণ করে পরিস্থিতিকে সামাল দেওয়ার। সেই আশঙ্কা থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ফের একবার কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন।