সংবাদদাতা, ঝাড়গ্রাম : জেলার দেবেন্দ্রমোহন হলঘরে মঙ্গলবার রাজ্যস্তরে বিশ্ব আদিবাসী দিবস পালন অনুষ্ঠান হল আদিবাসী উন্নয়ন দফতরের উদ্যোগে। উদ্বোধন করেন মন্ত্রী মানস ভুঁইয়া। ছিলেন দুই মন্ত্রী বীরবাহা হাঁসদা ও শ্রীকান্ত মাহাতো-সহ জেলাশাসক সুনীল আগরওয়াল ও পুলিশ সুপার অরিজিৎ সিনহা, পুরপ্রধান কবিতা ঘোষ, বিধায়ক দুলাল মুর্মু, দেবনাথ হাঁসদা প্রমুখ।
আরও পড়ুন-দুর্যোগ মোকাবিলায় তৈরি জেলা প্রশাসন
অনুষ্ঠানে আদিবাসী গুণিজনদের সংবর্ধনা জানানোর পাশাপাশি আদিবাসী মনীষীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ছিল আদিবাসী নাচ-গান-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। মন্ত্রী মানস ভুঁইয়া বলেন, ‘‘স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আদিবাসীদের সাঁওতাল বিদ্রোহ, চুয়াড় বিদ্রোহ, পাইক বিদ্রোহকে খুব কমই জায়গা দেওয়া হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী এটা অনুভব করে ভালবাসা, স্নেহ, মমতা, সম্মান দিয়ে আদিবাসী সমাজের পাশে দাঁড়িয়েছেন। তাঁদের জীবন-জীবিকা, তাঁদের দর্শন, তাঁদের সাহিত্য, তাঁদের সংস্কৃতি, তাঁদের জীবনধারা রক্ষায় হাত বাড়িয়ে দিয়েছেন।”
আরও পড়ুন-অভিষেকের হাত ধরে আজ জলপ্রকল্পের যাত্রা শুরু
উপস্থিত আধিকারিক, জনপ্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী জনজাতির জন্য যে যে কর্মসূচি ঘোষণা করেছেন তা কোনও রাজ্যে নেই। আদিবাসীদের উন্নয়নে সরকার নানা প্রকল্প করেছে। আদিবাসী সম্প্রদায়ের ছেলেমেয়েদের শিক্ষিত করে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। মাতৃভাষায় আদিবাসী পঠনপাঠনের ব্যবস্থা করেছে। আদিবাসীদের উন্নয়নে সজাগ এই রাজ্য। মিথ্যা প্রতিশ্রুতি নয়, তাঁদের পাশে থেকে উন্নয়ন করাই একমাত্র লক্ষ্য সরকারের। আদিবাসী ভাইবোনদের কাছে গিয়ে এই সব জানিয়ে বলতে হবে, আমরা আপনাদের পাশে”
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…