সংবাদদাতা, মালদহ : ২০১১ সালে পরিবর্তনের সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যবাসীকে আগলে রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবসের প্রস্তুতি সভায় এমনটাই বললেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাম বাংলার মানুষের স্বার্থের কথা ভেবে একাধিক সামাজিক প্রকল্প শুরু করেছেন। সেই প্রকল্পগুলির পরিষেবা পাচ্ছেন বাংলার মানুষ। এদিন তিনি গাজলে টিএমসিপির এক সভায় তিনি অংশ নেন।
আরও পড়ুন-অনলাইন গেম, ক্যাসিনোয় জিএসটি ২৮%
এই প্রস্তুতি সভায় উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলার টিএমসিপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। ছিলেন মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবদুর রহিম বক্সি। গৌড়বঙ্গের তিন জেলার রেকর্ড পরিমাণ ছাত্রছাত্রী এবারের প্রতিষ্ঠাদিবসে অংশ নেবে বলে দাবি টিএমসিপি নেতৃত্বের। প্রস্তুতি সভায় টিএমসিপি কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।