কথা রাখলেন মুখ্যমন্ত্রী, নিয়োগপত্র পেলেন দুর্ঘটনায় মৃত কর্মীর ছেলে

উল্লেখ্য, এর আগে মৃতের পরিবারকে সাহায্যের দায়িত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ : কথা রাখার আর এক নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ফের প্রমাণিত হল। ২১-এর সমাবেশে যোগদানের পথে দুর্ঘটনায় মৃত্যু হওয়া করণদিঘির তৃণমূল কর্মীর ছেলে হাতে পেলেন চাকরি নিয়োগপত্র। শুক্রবার মৃত বুথ সভাপতি আইনাল হকের ছেলে কামারুদ্দিন-এর হাতে নিয়োগপত্র তুলে দেন করণদিঘির বিধায়ক গৌতম পাল, বিডিও জয়ন্তী দেবব্রত চৌধুরী, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি মহসিন আজম প্রমুখ।

আরও পড়ুন-পালাবদলের গয়নাগাটি

উল্লেখ্য, এর আগে মৃতের পরিবারকে সাহায্যের দায়িত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তৎপরতা শোকার্ত পরিবারের হাতে আর্থিক সাহায্য পৌঁছে দিয়েছিলেন অভিষেক। আর্থিক সাহায্য মৃত কর্মীর বাড়ি পৌঁছে দিয়েছিলেন উত্তর দিনাজপুর জেলা সভাধিপতি পম্পা পাল, দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সহ দলীয় নেতৃত্ব। করণদিঘির সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী তথা বাড়িতে গিয়ে শোকার্ত পরিবারকে সমবেদনা জানান বিধায়ক গৌতম পাল। সেখানে গিয়ে পরিবারের দুরবস্থা দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে পরিবারের এক সদস্যের চাকরির আবেদন করেন বিধায়ক গৌতম পাল। বিধানসভায় আবেদনের ভিত্তিতে করণদিঘি পঞ্চায়েত সমিতিতে গ্রুপ ডি পদে চাকরিতে যোগ দিলেন মৃত বুথ সভাপতির ছেলে কামারুদ্দিন। এর ফলে দরিদ্র এই পরিবারটি ঘুরে দাঁড়াতে পারবে বলে জানান বিধায়ক গৌতম পাল। এদিন কামারুদ্দিনের হাতে চাকরিতে যোগদানপত্র তুলে দেন উল্লেখ্য, ২১ জুলাইয়ের সমাবেশে যোগদান করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল আইনল হকের। সভা মঞ্চেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় মৃত আইনালের পরিবারকে সাহায্য করার আশ্বাস দেন। সাহায্য পেয়ে মুখ্যমন্ত্রী ও বিধায়ককে ধন্যবাদ জানিয়েছেন পরিবারের সদস্যরা।

Latest article