প্রতিবেদন: বাংলার যে কোনও ভাল ঘটনাই তাঁকে নাকি আনন্দিত করে তোলে। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্সফোর্ড থেকে আমন্ত্রণ পাওয়া গর্বের বিষয় বলে জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)।
আরও পড়ুন-অধিগ্রহণ নয়, সম্মতির ভিত্তিতে জমি নেবে রাজ্য, বার্তা দেউচা-পাঁচামির বৈঠকে
কলকাতায় শনিবার বণিক সভা সিআইআই আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল জানান বাংলার যেকোনও ভাল বিষয়ে তাঁকে আনন্দিত করে। মুখ্যমন্ত্রী অতিথি হিসেবে লন্ডনের বিশ্ববিদ্যালয় বক্তব্য রাখতে যাচ্ছেন তাতে তিনি গর্বিত। মুখ্যমন্ত্রীর এই সম্মান আসলে বাংলার সাফল্য বলেও রাজ্যপাল মন্তব্য করেছেন। বিশ্বমঞ্চে বাংলার মুখ উজ্জ্বল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঐতিহ্যবাহী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজের আমন্ত্রণে ২৭ মার্চ ‘সামাজিক উন্নয়ন : শিশু ও নারী ক্ষমতায়ন’ বিষয়ে বক্তব্য রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।