সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন,”বাংলা সংগীত জগতের নক্ষত্র দ্বিজেন মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে তাঁকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আমার বিশেষ সৌভাগ্য আমি তাঁর স্নেহধন্য ছিলাম।
তাঁর গাওয়া রবীন্দ্রসংগীত ও আধুনিক গান বাংলা তথা ভারতীয় সঙ্গীতের অসাধারণ সম্পদ। মহালয়ার ভোরে তাঁর গাওয়া “জাগো দুর্গা” বাংলার চিরন্তন সম্পদ।
এটা আমাদের জন্য গর্বের যে আমাদের সরকার দ্বিজেন মুখোপাধ্যায়কে ২০১১ সালে বঙ্গবিভূষণ ও ২০১২ সালে সঙ্গীত মহাসম্মান – এ ভূষিত করেছে।”
একইসঙ্গে বুধবার ভারতীয় সঙ্গীতের কিংবদন্তী মহম্মদ রফিকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করেছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- প্রায় ৫ হাজার শিল্পীর অংশগ্রহণ, ইন্দ্রনীল সেনের হাত ধরে শুরু হচ্ছে সঙ্গীত মেলা

