মা সারদার জন্মতিথি উপলক্ষ্যে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

Must read

আজ শ্রীশ্রী মা সারদার (Shree Maa Sarada) ১৭৩ তম জন্মতিথি। লক্ষ লক্ষ ভক্তদের কাছে অতি পবিত্র আনন্দানুষ্ঠানের মধ্যে পালিত হচ্ছে দেশ-বিদেশজুড়ে প্রতিটি রামকৃষ্ণ মঠ ও মিশনে। শ্রীশ্রীমা সারদার পুণ্য জন্মতিথিতে তাঁকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,”শ্রীশ্রীমা সারদার (Shree Maa Sarada) পুণ্য জন্মতিথিতে তাঁকে জানাই আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম।
তিনি আমাদের কাছে পবিত্রতা, সহনশীলতা এবং মাতৃত্বের এক জীবন্ত প্রতীক।
আমরা গর্বিত, আমাদের সরকার বাগবাজারে তাঁর স্মৃতি বিজড়িত ভবনের আমূল সংস্কার করতে পেরেছে। শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মভূমি কামারপুকুরে রামকৃষ্ণ মঠ ও মিশনের যে কেন্দ্র আছে, সেখানে আমাদের উদ্যোগে একটি অতিথিশালা (সঙ্গে প্রসাদ বিতরণ কেন্দ্র), একটি ওপেন পার্কিং জোন সহ নানা কাজ করে দেওয়া হচ্ছে।”

ইংরেজি তারিখমতে সারদার জন্মদিন অন্য হলেও রামকৃষ্ণ মিশন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে তিথি হিসেবে দিনটি পালন করে। যদিও তাঁর জন্মতারিখ ২২ ডিসেম্বর, ১৮৫৩ সাল।

আরও পড়ুন-বিজেপি মুক্ত বাংলা গড়ুন: আর কতদিন এভাবে চালাবেন? আর কতদিন এভাবে জ্বালাবেন?

Latest article