জঙ্গিদের গুলিতে শহিদ ক্যাপ্টেন ব্রিজেশ, শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

Must read

কাশ্মীরের ডোডা জেলায় জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে সেনার দলের নেতৃত্ব দিচ্ছিলেন ক্যাপ্টেন ব্রিজেশ থাপা (Brijesh Thapa)। সেনাবাহিনীর দুই সিপাই, এক ল্যান্সনায়েকের সঙ্গে শহিদ হন ব্রিজেশও। তরুণ শহিদের প্রতি শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ব্রিজেশের মৃত্যুতে দুঃখপ্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল এক্স হ্যান্ডেলে লেখেন, “ব্রিজেশ থাপা, দার্জিলিংয়ের একজন তরুণ সেনা আধিকারিক জম্মু ও কাশ্মীরে কর্তব্য পালনের সময় প্রাণত্যাগ করেছেন, এই ঘটনায় গভীরভাবে শোকাহত। আমি শ্রদ্ধা জানাই।”

মাত্র পাঁচবছরের সেনা জীবন কাটানো ২৭ বছরের ব্রিজেশকে (Brijesh Thapa) হারিয়ে চোখের জল অনেক কষ্টে আটকাচ্ছেন মা নীলিমা থাপা। তবে ছেলে দেশের জন্য প্রাণ বিসর্জন দেওয়ায় তিনি গর্বিত। তাঁর বারবার মনে পড়ছে হাসিখুশি স্বভাবের ব্রিজেশের কথা। ছেলের শহিদ হওয়ার পরে সরকারের পক্ষ থেকে কড়া প্রত্যুত্তর দাবি করছেন তিনি।

আরও পড়ুন- প্রাকৃতিক রোষানলে আফগানিস্তান, বাজ পড়ে মৃত ৩৫, আহত বহু

Latest article