আজ আব্বাসউদ্দিন আহমেদের প্রয়াণ দিবস। একজন কণ্ঠশিল্পী হিসেবে আব্বাসউদ্দিনের পরিচিতি দেশজোড়া। আধুনিক গান, স্বদেশী গান, ইসলামি গান, পল্লিগীতি, উর্দুগান সবই তিনি গেয়েছেন। তবে পল্লিগীতিতে তার মৌলিকতা ও সাফল্য সবচেয়ে বেশি। তাঁর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আরও পড়ুন- খালেদা জিয়ার প্রয়াণে শোকাহত মুখ্যমন্ত্রী
এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) লিখেছেন,”বাংলার লোকসংগীতের কিংবদন্তি, আব্বাসউদ্দিন আহমদের প্রয়াণ দিবসে তাঁকে জানাই আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।
কোচবিহারের তুফানগঞ্জ মহকুমায় জন্ম নেওয়া, উত্তরবঙ্গের আলো-বাতাসে বেড়ে ওঠা এই মানুষটিই ভাটিয়ালি আর ভাওয়াইয়া গানকে পৌঁছে দিয়েছিলেন বিশ্বদরবারে।” শহুরে জীবনে লোকগীতিকে জনপ্রিয় করার কৃতিত্ব আব্বাসউদ্দিনের।

