বঙ্গ

মুখ্যমন্ত্রীর ‘উন্নয়নের পাঁচালি’ প্রকাশ

প্রতিবেদন : তৃণমূল কংগ্রেস সরকারের দেড় দশকের শাসনকালের সামগ্রিক রিপোর্ট কার্ড শুক্রবার বই আকারে প্রকাশিত হল। নবান্নে আনুষ্ঠানিক ভাবে ‘উন্নয়নের পাঁচালি’ (unnayaner panchali) শীর্ষক এই প্রকাশনাটির উদ্বোধন করেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, অর্থসচিব প্রভাত মিশ্র সহ অন্য আধিকারিকরা। বাংলা-সহ মোট ছ’টি ভাষায় প্রকাশিত এই বইয়ে ২০১১ থেকে ২০২৫ পর্যন্ত রাজ্য সরকারের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের খতিয়ান তুলে ধরা হয়েছে।

এর আগে গত ২ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সরকারের দেড় দশকের রিপোর্ট কার্ড প্রকাশ করেছিলেন। সেই রিপোর্ট কার্ডেরই বিস্তৃত ও প্রামাণ্য নথিভুক্ত রূপ হিসেবেই ‘উন্নয়নের পাঁচালি’ বইটি প্রকাশ পেল বলে নবান্ন সূত্রে জানানো হয়েছে। বইটির প্রচ্ছদ থেকে শুরু করে বিষয়বস্তু জুড়ে রাজ্যের সার্বিক উন্নয়ন যাত্রার চিত্র তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন-জগন্নাথধামের পরিষেবা নিয়ে বৈঠকে মন্ত্রী চন্দ্রিমা

প্রকাশিত বইটিতে সামাজিক সুরক্ষা, নারী ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, পরিকাঠামো, কর্মসংস্থান, গ্রামোন্নয়ন, সংখ্যালঘু কল্যাণ, পর্যটন ও সংস্কৃতি-সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের প্রকল্প, ব্যয় এবং প্রাপ্তির বিস্তারিত বিবরণ রয়েছে। সরকারি তথ্য ও পরিসংখ্যানের মাধ্যমে তুলে ধরা হয়েছে কীভাবে রাজ্যের আর্থ-সামাজিক কাঠামো গত পনেরো বছরে বদলে গিয়েছে।

নবান্ন সূত্রে আরও জানা গিয়েছে, সাধারণ মানুষের কাছে সরকারের কাজের হিসেব স্বচ্ছ ভাবে তুলে ধরতেই এই বই প্রকাশের উদ্যোগ। বিভিন্ন ভাষায় প্রকাশের ফলে রাজ্যের পাশাপাশি ভিনরাজ্যের পাঠকদের কাছেও পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়ন মডেল পৌঁছে দেওয়াই লক্ষ্য। ইতিমধ্যেই রাজ্যের ব্লকে ব্লকে উন্নয়নের পাঁচালি প্রচার করছে রাজ্য সরকার। এখন থেকে রাজ্য সরকারের ওয়েবসাইট থেকেও এই পাঁচালির সফট কপি পাওয়া যাবে বলে জানিয়েছেন মুখ্যসচিব। মুখ্যসচিব জানিয়েছেন, পনেরো বছরের রিপোর্ট কার্ড বলা হলেও উন্নয়নের পাঁচালি আদতে রাজ্য সরকারের সাড়ে চোদ্দো বছরের রিপোর্ট কার্ড। সরকারের দাবি, ‘উন্নয়নের পাঁচালি’ (unnayaner panchali) শুধু একটি রিপোর্ট কার্ড নয়, বরং রাজ্যের সামগ্রিক রূপান্তরের দলিল।

Jago Bangla

Recent Posts

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

7 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

32 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago