স্মৃতির আঁকা ছবি পেয়ে মুখ্যমন্ত্রী পাঠালেন উপহার

Must read

সংবাদদাতা, হাওড়া : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) নিজের হাতে আঁকা ছবি উপহার দিয়েছিলেন হাওড়ার বেলকুলাই সিকেএসি বিদ্যাপীঠের দ্বাদশ শ্রেণির ছাত্রী স্মৃতি প্রামাণিক (Smriti Pramanik)। এবার মুখ্যমন্ত্রীর তরফ থেকে স্মৃতির বাড়িতে এল ‘রিটার্ন গিফট’। স্বভাবতই আপ্লুত উলুবেড়িয়ার রঘুদেবপুরের বাসিন্দা স্মৃতি। গত ৯ ফেব্রুয়ারি পাঁচলায় প্রশাসনিক সভায় এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই অনুষ্ঠানের কথা জানতে পেরে আগের দিন নিজের হাতে আঁকা মুখ্যমন্ত্রীর একটি পেন্সিল স্কেচ বাঁধিয়ে ওই সভায় পৌঁছে যান স্মৃতি। এরপর সভার শেষে ওই ছবি মুখ্যমন্ত্রীর হাতে উপহার হিসেবে তুলে দেন তিনি। স্মৃতি জানান, উপহার হিসেবে নিজের প্রতিকৃতি পেয়ে ভীষণ খুশি হয়েছিলেন মুখ্যমন্ত্রী। ছবির প্রশংসা করেছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা (BP Gopalika) সহ উপস্থিত প্রশাসনিক কর্তারা। উপহার পেয়ে মুখ্যমন্ত্রী স্মৃতিকে জিজ্ঞেস করেন, এত সুন্দর উপহারের বিনিময়ে তুমি কী চাও? জবাবে স্মৃতি বলেছিলেন, আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন। আপনার আশীর্বাদ পেলেই আমি খুশি। তখনকার মতো মুখ্যমন্ত্রী চলে গেলেও স্মৃতিকে ভোলেননি তিনি। শুক্রবার স্মৃতির বাড়িতে মুখ্যমন্ত্রীর তরফে পৌঁছে গেল রিটার্ন গিফট। শুক্রবার মুখ্যমন্ত্রীর তরফে পাঠানো উপহার নিয়ে স্মৃতির বাড়িতে যান উলুবেড়িয়া-২ নম্বর ব্লকের বিডিও অতনু দাস ও পাঁচলার বিডিও এষা ঘোষ। ছিলেন অন্যান্য সরকারি আধিকারিকরাও। মুখ্যমন্ত্রীর হাতে লেখা শুভেচ্ছা বার্তার পাশাপাশি উপহার হিসেবে ছবি আঁকার সরঞ্জাম, একটি পোশাক, পুষ্পস্তবক ও এক হাঁড়ি দই স্মৃতির হাতে তুলে দেন তাঁরা। যা পেয়ে আপ্লুত স্মৃতি।

আরও পড়ুন: অ্যাডিনো ভাইরাস নিয়ে শঙ্কা

Latest article