ঘাটাল মাস্টার প্ল্যান, লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী

Must read

প্রতিবেদন : ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) রূপায়ণের কাজ দু’বছরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে ঘূর্ণিঝড় ডানার ক্ষয়ক্ষতি পর্যালোচনা করার পর তিনি জানান, ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির জন্য ডিটেল প্রোজেক্ট রিপোর্ট (ডিপিআর) তৈরি করা হয়ে গিয়েছে। ৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য। ২ বছরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। প্রয়োজনে পরিযায়ী শ্রমিক, যাঁরা ফিরে এসেছেন রাজ্যে, তাঁদের কাজে লাগাতে হবে এই ধরনের প্রকল্পে।
কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী না থেকে ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) রূপায়ণের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দু’বছরের মধ্যে ওই প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন তিনি। দিনকয়েক আগে ডিভিসির অনিয়ন্ত্রিত জল ছাড়ায় প্লাবিত হয় ঘাটাল মহকুমা-সহ পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অংশ। ফের একবার ঘূর্ণিঝড় ডানা’র হানায় প্লাবনের আশঙ্কা। এই আবহেই ঘাটাল মাস্টার প্ল্যান দ্রুত রূপায়ণের লক্ষ্যে ফের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, দক্ষিণবঙ্গে বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যৌথ সহযোগিতায় ১৯৮০ সালে এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল। ’৮২ সালে প্রকল্পটির শিলান্যাস হয়। এটি রূপায়ণের জন্য প্রথমে কেন্দ্রীয় সরকার মোট ব্যয়ের ৭৫ শতাংশ অর্থ দেওয়ার কথা বলে। পরে তা কমিয়ে পঞ্চাশ শতাংশ করে। যদিও সেই প্রতিশ্রুতি পালন করেনি কেন্দ্র। রাজ্য সরকারের তরফে ২০১২ সালে ১২০০ কোটি টাকার একটি বিস্তারিত প্রকল্প রিপোর্ট কেন্দ্রের কাছে পাঠানো হয়। কিন্তু দীর্ঘ সময়ের পরেও কেন্দ্রীয় সরকার প্রকল্পটির জন্য কোনও অর্থ বরাদ্দ না করায় রাজ্য সরকার নিজের তহবিল থেকেই সম্পূর্ণ অর্থ খরচ করে মাস্টার প্ল্যান বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। সেকথা নিজেই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-কলকাতা পুরসভার তৎপরতায় শহরের বিভিন্ন রাস্তায় নামল জল

Latest article