কুণাল ঘোষ, দুবাই (মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী): মা দুর্গাকে টিপ পরালেন। দু’হাতে পরালেন পলাও। প্রণাম সেরে লন্ডনযাত্রা। দুবাইয়ের বিমান ধরতে হেঁটে গেলেন লাউঞ্জের দিকে।
সন্ধ্যা সাড়ে ৬টার একটু পরেই শনিবার কলকাতা বিমানবন্দরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সফরসঙ্গী মুখ্যসচিব মনোজ পন্থ, ওএসডি সিএমও গৌতম সান্যাল-সহ শীর্ষ আধিকারিক, শিল্পপতি, সাংবাদিক-সহ বিশিষ্ট জনেরা। মুখ্যমন্ত্রীকে সি-অফ করতে বিমানবন্দরে এসেছিলেন ডিজি রাজীব কুমার, কলকাতার সিপি মনোজ ভার্মা-সহ আধিকারিকরা। বিমানবন্দরে মুখ্যমন্ত্রীকে ঘিরে যাত্রীদের ঔৎসুক্য বেড়ে যায়। অনেকেই কথা বলতে চান, ছবি তুলতে চান। হাঁটতে হাঁটতে মুখ্যমন্ত্রী ঢুকে পড়েন বিশ্ববাংলা বিপণিতে। বাংলার মসলিন কাপড় ঘুরে-ফিরে দেখলেন। মন দিয়ে দেখছেন হস্তশিল্পের নানা উপকরণ।
আরও পড়ুন-কলকাতা-লন্ডন সরাসরি উড়ান না থাকাতেই সমস্যা
এরপরেই মুখ্যমন্ত্রীর চোখে পড়ল দুর্গাপ্রতিমার দিকে। ডোকরার কাজের দুর্গামূর্তির কপালে টিপ নেই কেন? প্রশ্ন মুখ্যমন্ত্রীর। টিপ পরাতে চান। কিন্তু টিপ আসবে কোথা থেকে? কোনও দোকানেই মেলার সম্ভাবনা নেই। কলকাতা থেকে ভিয়েতনাম যাচ্ছিলেন সুনীতা পারেখ। মুখ্যমন্ত্রী টিপ খুঁজছেন শুনে এগিয়ে এলেন। ব্যাগ থেকে টিপ বের করে এগিয়ে দিলেন। দুর্গাপ্রতিমাকে পরালেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাতেও তিনি সন্তুষ্ট নন। এরপর লাল পলাও আনা হল। দু’হাতে পরিয়ে দিলেন। ভিড় থেকে কেউ একজন বলে উঠলেন পারফেক্ট। বিপণির অফিসাররা বললেন, টিপ-পলা পরাতেই দুর্গাপ্রতিমার চেহারাই বদলে গেল! যাঁর থেকে প্রার্থিত টিপ পেলেন, সেই সুনীতাকে তুলে দিলেন ভালবাসার উপহার।
৮-২০ মিনিটের বিমান। বিমানে ওঠার আগে গোটা লাউঞ্জ জুড়ে মুখ্যমন্ত্রীকে ঘিরে উৎসাহ। সকলেই কথা বলতে চান, ছবি তুলতে চান। মুখ্যমন্ত্রীও নিরাশ করেননি। রাত ১.৩০ মিনিটে দুবাই পৌঁছয় মুখ্যমন্ত্রীর বিমান। কিছুক্ষণ পরে ওঠেন লন্ডনের বিমানে।