সংবাদদাতা, হাওড়া : নিজের কনভয় থামিয়ে পরপর তিনটে অ্যাম্বুলেন্সকে যাওয়ার রাস্তা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ার ড্রেনেজ ক্যানেল রোড ও কোনা এক্সপ্রেসওয়ের মাঝে হ্যাংস্যাং ক্রসিংয়ের কাছে এই মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে হিঙ্গলগঞ্জের সভা শেষ করে ডুমুরজলা হেলিপ্যাডে নেমে সড়ক পথে নবান্নের দিকে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। যাবার পথে হ্যাংস্যাং ক্রসিংয়ের কাছে মুখ্যমন্ত্রী অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনেই রাস্তার ধারে তাঁর কনভয় থামিয়ে দেন।
আরও পড়ুন-পলিগ্রাফের পর নার্কো, খুনের কথা স্বীকার করে নিল আফতাব
এরপর তিনি পুলিশ কর্তাদের নির্দেশ দেন আগে অ্যাম্বুলেন্স যাওয়ার রাস্তা করে দিন। এরপর মুখ্যমন্ত্রীর কনভয় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। সেখান দিয়ে পরপর তিনটি অ্যাম্বুলেন্স যাওয়ার রাস্তা করে দেওয়া হয়। ওই তিনটি অ্যাম্বুলেন্সই সাঁতরাগাছির দিক থেকে আসার পথে ক্রসিংয়ে দাঁড়িয়ে গিয়েছিল। মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়ার পর তাঁদের যাওয়ার অনুমতি মিলত। কিন্তু মুখ্যমন্ত্রী অ্যাম্বুলেন্সের শব্দ শুনেই দ্রুত রাস্তার পাশে কনভয় দাঁড় করিয়ে অ্যাম্বুলেন্সগুলিকে আগে পাঠানোর ব্যবস্থা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রীর কনভয় প্রায় ৩ মিনিট রাস্তার ধারে দাঁড়িয়ে পড়ে। অ্যাম্বুলেন্সগুলি পার করানোর পর মুখ্যমন্ত্রী ফের নবান্নের দিকে রওনা হয়ে যান। দুপুরে নিজের কনভয় থামিয়ে আগে অ্যাম্বুলেন্স পাঠানোর রাস্তা করে দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন মুখ্যমন্ত্রী।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…