শ্যামাসঙ্গীত নিয়ে ১৫০ গানের মাইলস্টোন পেরলেন মুখ্যমন্ত্রী

Must read

প্রতিবেদন : ‘আলোর সাথে নিশীথ রাতে মা এসেছেন ঘরে/বরণ করো, বরণ করো, বরণ করো তারে…’৷ কালীপুজোয় মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) কথা ও সুরে নতুন শ্যামাসঙ্গীত এখন বাংলার মণ্ডপে মণ্ডপে বেজে চলেছে৷ সোশ্যাল মিডিয়া খুললে দেখা যাচ্ছে গানটি প্রকাশ্যে আসার ৪৮ ঘণ্টার মধ্যে ৫ লক্ষের বেশি মানুষ শুনেছেন৷ বৃহস্পতিবার প্যান্ডেলে প্যান্ডেলে ভাইরাল মুখ্যমন্ত্রীর কথায় ও সুরে গাওয়া ইন্দ্রনীল সেনের গান৷ এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর লেখা এবং সুর দেওয়া গানের সংখ্যা বৃহস্পতিবারই ১৫০-র মাইলস্টোন পেরিয়ে গেল৷ যার মধ্যে বেসিক গান রয়েছে ১৩০টি৷ এছাড়াও সরকারি প্রকল্পের প্রায় ২০টি গান মুখ্যমন্ত্রীর লেখা এবং কার্যত সুর করা৷ ১৫০টি গানের মধ্যে অন্তত ৬০ শতাংশ মানুষের মুখে মুখে ফিরছে৷ মুখ্যমন্ত্রীর গান লেখা শুরু নয়ের দশকে৷ প্রথম অ্যালবামটির উদ্বোধন হয় কলকাতা প্রেস ক্লাবে৷ তারপর থেকে প্রচণ্ড ব্যস্ততার মাঝেও লিখে চলেছেন গান৷ কবিতা ও অন্যান্য বইও প্রত্যেক বছর বেস্ট সেলার৷ প্রতিবার দুর্গাপুজোর মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) গানের অ্যালবাম প্রকাশিত হয়৷ ইতিমধ্যে শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে ‘আমার আড়ালে আমার আবডালে’ গানটি সুপারহিট৷ শ্যামাসঙ্গীত আগেও লিখেছেন মুখ্যমন্ত্রী৷ কিন্তু কালীপুজোর জন্য লিখলেন এই প্রথম৷ মুখে মুখে ঘুরছে এই গান৷

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর সৌজন্যে বিনামূল্যে বহুমূল্য অস্ত্রোপচার

Latest article