রাজ্যের জেলাশাসকদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

Must read

বিধানসভা নির্বাচনের প্রস্তুতির চাপ যতই বাড়ুক সাধারণ মানুষের নিত্যদিনের প্রশাসনিক কাজ যেন কোথাও ব্যাহত না হয়। প্রশাসনকে সেই মর্মে স্পষ্ট বার্তা দিলেন দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (DM_Mamata Banerjee)। নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যের সমস্ত জেলা শাসকদের সতর্ক করে তিনি জানান, নির্বাচনী দায়িত্বের পাশাপাশি নাগরিক পরিষেবা বজায় রাখা প্রশাসনের প্রথম কর্তব্য।

মুখ্যমন্ত্রীর (DM_Mamata Banerjee) স্পষ্ট বার্তা, “জেলাশাসকদের বলছি, আপনারা ইলেকশনের যে কাজ করছেন করুন। কিন্তু মাথায় রাখবেন, সাধারণ মানুষের কাজগুলোও।”

এদিনই তিনি ঘোষণা করেন, যাঁরা ভাল কাজ করবেন তাঁদের বিশেষ পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি মন্ত্রীদেরও নির্দেশ দেন, জেলার প্রতিটি উন্নয়নমূলক প্রকল্প সঠিকভাবে চলছে কিনা তা নিয়মিত খতিয়ে দেখতে হবে।

আরও পড়ুন-দেশে চা-শ্রমিকদের সব থেকে বেশি বেতন দেওয়া হয় বাংলায় : মুখ্যমন্ত্রী

মানুষের উন্নয়ন সংক্রান্ত প্রকল্প ও পরিষেবা যাতে কোথাও থমকে না যায়, তা নিশ্চিত করতে দশ জন অবজারভারকে জেলা পরিদর্শনের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি, রূপায়নের কাজ এবং পরিষেবা সরবরাহ ঠিক আছে কিনা—সবকিছুর ওপর নজর রাখবেন এই পর্যবেক্ষকরা।

প্রসঙ্গত, সোমবারের নবান্নের বৈঠক থেকেও জেলা শাসক, মহকুমা শাসক এবং বিডিওদের মুখ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেছিলেন, বিশেষ নিবিড় সংশোধনী (SIR)–এর কাজের চাপ যে বাড়ছে তা তিনি বুঝতে পারছেন। তবে সেই চাপের মাঝেও বাড়ি, রাস্তা সহ অন্যান্য উন্নয়নমূলক প্রকল্প যেন অবহেলিত না হয়, সে বিষয়েও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে প্রশাসনের সব স্তরকে।

মুখ্যমন্ত্রীর এই নির্দেশে পরিষ্কার, নির্বাচন হোক বা অন্য কোনও বিশেষ কর্মসূচি—জনগণের সার্বিক পরিষেবা নিশ্চিত করাই সরকারের প্রথম লক্ষ্য।

Latest article