সোমবার, কোচবিহারে রাসমেলা ময়দানের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে সতর্কতা অবলম্বন করার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে মমতা, আশ্বাস দেন, “বিপদে পড়লে আমি বাঘের বাচ্চার মতো আছি।”
সীমান্ত অঞ্চলে আলাদা করে পরিচয়পত্র দিচ্ছে বিএসএফ। কোচবিহারে সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে বিএসএফের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “বিএসএফএর অত্যাচারে আলাদা আই কার্ড দিতে চাইছে, নেবেন না। ওই কার্ড নিলে NRC-তে পড়ে যাবেন।“ একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “শীতলকুচি ভুলে যাননি তো, চারটে ছেলেকে বিএসএফ মেরে দিয়েছিল। এরপরেই বিস্ফোরক অভিযোগ করেন মমতা। বলেন যখন তখন যাকে তাকে গুলি করে মেরে দেয়। গ্রামেগঞ্জে অত্যাচার করলে যেন FIR করবেন।“
আরও পড়ুন-‘তৃণমূল সরকার যতদিন আছে, মানুষের পাশে থাকব’ বার্তা মুখ্যমন্ত্রীর
এরপরেই আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। বলেন, “ভয় পাবেন না। বিপদে পড়লে আমি বাঘের বাচ্চার মতো আছি।“ তাঁর কথায়, ভয় দেখিয়ে ভোট করতে চায় বিজেপি। “এজেন্সি দেখিয়ে ভয় দেখায়, আমাদের সাথে না আসিস তোর বাড়ি ইডি পাঠাব।“
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের আগাম জামিন পাওয়া নিয়েও উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন তোলেন, বেল পেয়ে গেল কী করে! বিচার ব্যবস্থার উপর আস্থা রেখেই তিনি বলেন, খুন করে কেউ জামিন পেলে, আইনের উপর আস্থা চলে যাবে। মমতার অভিযোগ, “বিজেপি করলে সাদা, তৃণমূল করলে কাদা”।
আরও পড়ুন-বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরে গেল মেডিক্যাল-মামলা, নির্দেশ শীর্ষ আদালতের
কোচবিহারের স্বনির্ভর গোষ্ঠীগুলি নিয়েও বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, “সেল্ফ হেল্প গ্রুপ আমরা সাহায্য করি। কিন্তু অনেকে তলায় তলায় কথা বলছেন। তারা অন্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছেন আমি শুনেছি। তাদের বলব কাজ আমরা করে দিই। আমাদের উপর ভরসা রাখুন।”