আজ লন্ডনে দ্বিতীয় দিনে ভারতীয় দূতাবাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আমন্ত্রণ ছিল। সেখানে নিজের ১৮ মিনিটের বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার প্রশ্ন তুললেন, লন্ডন থেকে সরাসরি কলকাতা পর্যন্ত বিমান থাকবে না কেন? এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি চাই লন্ডন থেকে কলকাতা সরাসরি উড়ান চালু হোক। কলকাতার সঙ্গে লন্ডনের দূরত্ব কিন্তু বেশি নয়। মাত্র ৮ ঘণ্টা। ব্রেক জার্নির ফলে সেটা ১৮ ঘণ্টা লাগল!” বাংলার প্রশাসনিক প্রধান যে সেদেশে গিয়ে অনেকেরই মনের কথা বলে দিয়েছেন সেটা নিয়ে সন্দেহের অবকাশ নেই। মুখ্যমন্ত্রী এদিন বলেন, “আমি চাইব ভারতীয় দূতাবাস এবং ব্রিটিশ এয়ারওয়েজ যৌথভাবে লন্ডন-কলকাতা সরাসরি উড়ানের ব্যবস্থা করুক। এতে মানুষের সময়ও বাঁচবে।”
আরও পড়ুন-জঙ্গল থেকে ধোঁয়া, ব্যবস্থা পুরনিগমের
তিনি বলেন, ”আমরা, আপনারা পরিবারের মতো নই, একটা পরিবারই। তাই আপনার পরিবারও আমার পরিবার। আমরা কেউই আলাদা নই। দু’দেশের মানুষের মধ্যে আরও ভাল সম্পর্ক গড়ে তুলতে হলে যোগাযোগ ব্যবস্থারও উন্নতি জরুরি।” এরপর নিজের সংক্ষিপ্ত ভাষণের মধ্যে দিয়ে তিনি বাংলার স্ব-সহায়ক গোষ্ঠী থেকে প্রতিটি সেক্টরে কীভাবে বাংলার মহিলারা উন্নতির শিখরে পৌঁছে গিয়েছে সেটা সুস্পষ্টভাবে ব্যক্ত করেন। কীভাবে শিল্পে-প্রযুক্তিতে বাংলা ক্রমশ এগিয়ে যাচ্ছে সেই কথাও বলেন তিনি। বাংলা যে কোন অংশেই কম নয় সেই কথা বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিদেশের মাটিতে এদিন নিজের বক্তব্য ‘জয় হিন্দ’ দিয়ে শেষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।