সোনার ঝাঁটা দেবেন মুখ্যমন্ত্রী উপার্জন থেকে

Must read

প্রতিবেদন : দিঘায় নবনির্মিত জগন্নাথধামে সোনার ঝাঁটা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata banerjee)। বুধবার বৈঠকে তিনি জানিয়েছেন, মন্দিরের অ্যাকাউন্ট দু’এক দিনের মধ্যেই তৈরি হয়ে যাবে। তখন সেখানে ৫ লক্ষ ১ টাকা জমা দেবেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যদি কোনও ত্রুটি হয় ওই অনুষ্ঠানে তার জন্য আগাম ক্ষমা চেয়ে রাখছি। পুরীর জগন্নাথ মন্দিরেও সোনার ঝাঁটা রয়েছে। রথের দিন যাত্রা শুরুর আগে সোনার ঝাঁটা দিয়ে ঝাড়ু দেওয়া হয়। দিঘাতেও মন্দিরের ধ্বজা থেকে গজা, সোনার ঝাঁটা-সহ সবকিছুই রাখার ব্যবস্থা হচ্ছে। যে কারণে পুরীর মন্দিরের দয়িতাপতিকে নিয়ে এসে সবটা দেখানো হয়েছে। তিনিও মতামত দিয়েছেন বিভিন্ন বিষয়ে। আসলে জগন্নাথ মন্দিরের রীতি মেনে পুজো এবং অন্যান্য আনুষঙ্গিক কাজে ত্রুটি রাখতে চান না মুখ্যমন্ত্রী (CM Mamata banerjee)।

আরও পড়ুন- জিন্দলদের পাওয়ার প্ল্যান্টের শিলান্যাসে শালবনি আসতে পারেন মুখ্যমন্ত্রী, চলছে প্রস্তুতি

Latest article