সংবাদদাতা, দেগঙ্গা : ‘বাংলার জনহিতকর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক নজিরবিহীন সিদ্ধান্ত দেশ ছাড়িয়ে বিশ্বের সম্মান আদায় করে চলেছে। সাধারণ মানুষের পাশে থেকে যুগান্তকারী সিদ্ধান্তগুলি রূপায়ণে সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিদের প্রয়াসও তারিফযোগ্য। বাংলার দশ কোটি মানুষকে মুখ্যমন্ত্রী বিভিন্ন পরিষেবা দিয়ে আসছেন।
আরও পড়ুন-জগদ্দলে স্পেশ্যাল পুলিশি অভিযান
চলতি মাসের ৩০ তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে রাজ্যব্যাপী ভূমিহীন মানুষকে কৃষিপাট্টা তুলে দেবে রাজ্য সরকার। সরকারি পরিষেবাকে উপযুক্ত মানুষকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রশাসনের আধিকারিকরা যে তৎপরতা দেখাচ্ছেন, তা বিগত বামফ্রন্ট সরকারের আমলে কখনই দেখা যায়নি।’ মন্তব্য উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদের। কয়েকদিন যাবৎ জেলার বারাসত, দেগঙ্গা, সন্দেশখালি, হাড়োয়া-সহ একাধিক ব্লক প্রশাসনিক আধিকারিকের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে সঠিক উপভোক্তাদের হাতে কৃষিপাট্টা দেওয়ার তালিকা নিয়ে আলোচনায় অংশ নেন জেলা প্রশাসনের শীর্ষকর্তারা।
আরও পড়ুন-বন ও বন্যপ্রাণ রক্ষায় শরিক স্কুলপড়ুয়ারা
উত্তর ২৪ পরগনার ২২টি ব্লকের মধ্যে অন্যতম দেগঙ্গা বিডিও অফিসে সোমবার অত্যন্ত ফলপ্রসূ আলোচনায় অংশ নিয়ে ফারহাদ বলেন, নিয়মিত উচ্চ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রেখে এবং বিভিন্ন ব্লকের নিম্নস্তর থেকে খোঁজ নিয়ে তালিকা তৈরি করে প্রশাসনকে দেওয়া হচ্ছে। ওই ব্লক থেকে যে ৭২ জন ভূমিহীন কৃষক কৃষিপাট্টা পাবেন, তাঁদের নামের তালিকা জমা করা হয়েছে।