রাজ্যের প্রায় ২ হাজার পরিবারের হাতে উদ্বাস্তু কলোনির জমির মালিকানা তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাল, ১০ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই ‘ফ্রি হোল্ড টাইটেল ডিড’ তুলে দেওয়া হবে।
আরও পড়ুন-রাজ্যপালের বিরুদ্ধে
এর ফলে পরিবারগুলি যে জমিতে বসবাস করছেন তার মালিকানা পেয়ে যাবেন। ২০১৯ সালে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন, বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের হাতে কলোনির জমির স্বত্ব তুলে দেওয়া হবে। প্রথম দফায় ৯৪টি কলোনির বাসিন্দাদের জমির অধিকার দেওয়া হয়েছে।